তথ্যপ্রযুক্তি – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Tue, 19 Nov 2019 05:10:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 চুনারুঘাটে নামধারী সাংবাদিকদের দৌরাত্ম্যে কুণ্ঠিত মূলধারার সংবাদকর্মীগণ https://jonomoth.com/archives/7733 https://jonomoth.com/archives/7733#respond Tue, 19 Nov 2019 04:50:53 +0000 http://jonomoth.com/?p=7733

চুনারুঘাটের সিনিয়র সাংবাদিকদের প্রতি সচেতন মহলের আহ্বান- এখনই সময়, অপ-সাংবাদিকতা রুখতেই হবে। আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন…

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে কথিত সাংবাদিকদের অপসাংবাদিকতায় সুশীল সমাজসহ ক্ষীপ্ত সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন স্থানে এসব হলুদ সাংবাদিকদের অপসাংবাদিকতা ও অবাধ চলাচলে ক্ষোভ জানিয়েছে উপজেলার কর্মরত মূলধারার সাংবাদকর্মীরা। এ অবস্থায় নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেও বিব্রত বোধ করছেন মূলধারার সাংবাদিকরা। এ উপজেলায় দিনদিন শুধু বেড়েই চলছে এসব অপসাংবাদিকতা ও নামধারী সাংবাদিকের সংখ্যা।

স্থানীয় সংবাদকর্মী, সুশীল সমাজসহ অনেকের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় এবং সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট ইউএনও অফিস, কৃষি অফিস, শিক্ষা অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, ভূমি অফিস, বন বিভাগের বিট অফিস, পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিক এবং হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট থানা পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসারদের ভয় দেখিয়ে মাসোহারা ভিক্তিক চাঁদাবাজি করছে কথিত সাংবাদিকরা।

এসব সাংবাদিক পরিচয়ধারীদের মধ্যে অনেকের নেই শিক্ষাগত ও সংবাদ লেখার যোগ্যতা। শুধু তাই নয়, ভঁয়াদের মধ্যে বেশ কয়েকজন নিরক্ষর ব্যক্তিও আছেন।

বিনা দাওয়াতে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশে দলবদ্ধভাবে উপস্থিত হয়ে এসব সাংবাদিকদের একের পর এক ক্যামেরার ফ্লাশে বিব্রত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ।

এসব কথিত সাংবাদিকদের লেখা প্রতিবেদন আদৌ কোন সংবাদপত্র, টিভি চ্যানেল কিংবা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় কী না এমন সন্দেহ রয়েছে সচেতন মহলে। বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ ইউটুব চ্যানেল খোলে চলছে তথাকথিত নামধারী সাংবাদিকদের অপসাংবাদিকতা।

এসব সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের নিকট পত্রিকা কিংবা টিভি চ্যানেল থেকে সঠিক কোন নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়।

উপজেলা প্রশাসনে নেই সাংবাদিকদের সঠিক কোন তালিকা। যার ফলে নিত্যদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্ট, সরকারি দপ্তরগুলো ও থানা পুুলিশের আশপাশে এসব কথিত সাংবাদিকরা একের পর এক রাজত্ব কায়েম করলেও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে নিরব ভূমিকায়।

এছাড়া গ্রাম থেকে আসা সাধারণ মানুষদের নিজেকে কখনো পুলিশ, কখনো ডিভি পুলিশ কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে বলে এমন অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। আর এসব কথিত হলুদ সাংবাদিকদেরকে শেল্টার দিচ্ছে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন রাজনীতিবিদ। এ সুযোগে মেতে উঠেছে এক শ্রেণীর কথিত নামধারী সাংবাদিকদের অপসাংবাদিকতা।

দিনের পর দিন বেড়েই চলেছে এ উপজেলায় নামধারী সাংবাদিকতা। উপজেলায় কথিত সাংবাদিকদের হলুদ সাংবাদিকতায় চরম বিপাকে আছেন অনেক সরকারি কর্মকর্তারা। এসব সাংবাদিকদের বিরুদ্ধে কোন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মূমূর্ষ রোগীর মৃত্যু হলে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়।

অপরদিকে উপজেলা পরিষদ ও ইউএনও অফিসসহ থানার আশপাশে এসব কথিত সাংবাদিকদের দিনভর আড্ডা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদের হাজারো অর্থহীন প্রশ্নে বিব্রত করে ফায়দা লুটেরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ জানান, হলুদ সাংবাদিকতা এ অঞ্চলের সাংবাদিকতাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। এ থেকে পরিত্রানের উপায় খোঁজার এখনই সময়।

]]>
https://jonomoth.com/archives/7733/feed 0 7733
জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন https://jonomoth.com/archives/6207 https://jonomoth.com/archives/6207#respond Mon, 07 Jan 2019 16:07:24 +0000 https://jonomoth.com/?p=6207

জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটির পূনর্গঠন
আলাউদ্দিন- সভাপতি, রায়হান- সেক্রেটারি ও জুবায়ের- সাংগঠনিক

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এতে খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও রায়হান আহমেদ সেক্রেটারি ও মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক রেখে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

 

কমিটি পূনর্গঠন লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শরিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কাউছার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী সুজন, চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

 

পুনর্গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক তরফদার মাসুম, সহ-সভাপতি মোঃ আব্দুল হাই প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম শওকত আলী, অর্থ সম্পাদক এসএম জিলানী আখনজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিপন, সমাজকল্যাণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক কাজী মিজান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু, মোঃ ওয়াহেদ আলী, মোঃ মামুন চৌধুরী।

]]>
https://jonomoth.com/archives/6207/feed 0 6207
বর্ণাঢ্য আয়োজনে চুনারুঘাটে দৈনিক বাংলাদেশের খবরের ৩য় বর্ষপূর্তি উদযাপন https://jonomoth.com/archives/5345 https://jonomoth.com/archives/5345#respond Sat, 15 Sep 2018 10:03:26 +0000 http://jonomoth.com/?p=5345

ষ্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় “দেশের কথা দশের কথা শ্লোগানে”- বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর এর ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকালে চুনারুঘাট সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশের খবর এর চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি রায়হান আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান। সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা ইঞ্জিনিয়ার মীর আলী শাকির, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাজার কমিটির সেক্রেটারি মাসুদ আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, নির্বাহী সদস্য ওয়াহেদ আলী, উপজেলা হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ, অনলাইন সংবাদ মাধ্যম হবিগঞ্জ প্রতিদিনের সম্পাদক এস আর রুবেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাজিদুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মোঃ রুবেল তালুকদার, নাজিরুজ্জামান শিপন, ফটোগ্রাফার নিপু সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশের খবর সর্বদাই দেশের কথা বলে, দশের কথা বলে, সত্যের পক্ষে লড়ে। নিপীড়িত মানুষের পক্ষে, অন্যায় ও দুর্নীতির বিপক্ষে, দেশের সকল সমস্যা, সম্ভাবনা বাংলাদেশের খবর প্রকাশ করে এবং ভবিষ্যতেও করবে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরিশেষে বক্তারা বাংলাদেশের খবর পরিবারের সবাইকে অভিনন্দন জানান ও পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

]]>
https://jonomoth.com/archives/5345/feed 0 5345
চুনারুঘাটের কৃতি সন্তান সমতা খাতুন ৩য় বার লন্ডন সামার’স টাউনের কাউন্সিলর নির্বাচিত https://jonomoth.com/archives/4672 https://jonomoth.com/archives/4672#respond Sat, 05 May 2018 14:33:19 +0000 http://jonomoth.com/?p=4672

চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশের গর্ব, চুনারুঘাটের কৃতি সন্তান সমতা খাতুন ৩য় বারের মত লন্ডন সেন্ট প্যাঙ্কক্রাস সামার’স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের ২য় বাঙ্গালী অধ্যুষিত শহর ক্যামডেনে গত ৩ মে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। সমতা খাতুন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর’র মেয়ে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজীর ছোট বোন। উক্ত নির্বাচনে সমতা খাতুন ২৬১১টি ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রজার রবিনসন পেয়েছেন ২৫২০টি ও পল টমিলিনসন ২৪৬০টি ভোট পেয়েছেন।
সমতা খাতুন ইংল্যান্ড এর লন্ডন বরা অব ক্যামডেন টাউনে বসবাস করেন। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। তাঁর স্বামী সাজ্জাদ হোসেন খাঁন টিপু পেশায় একজন ব্যবসায়ী।
লন্ডন সেন্ট প্যাঙ্কক্রাস সামার’স টাউন ওয়ার্ডের
টানা ৩ বারের নির্বাচিত কাউন্সিলর সমতা খাতুন জানান, “আমি একজন বাঙালি, প্রথমেই এর জন্য গর্ববোধ করি। বাংলাদেশের যেকোনো উন্নয়নের খবর শুনলে ভালো লাগে। যাহোক, যেকোনো জয়ই আনন্দদায়ক। আমি এইবার নিয়ে তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। যারা আমায় মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের এই প্রজন্মের প্রতি আহ্বান জানাই, আপনারা সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য সমৃদ্ধি বয়ে আনুন।”

জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে বিজেতা ৩বারের কাউন্সিলর সমতা খাতুনকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

]]>
https://jonomoth.com/archives/4672/feed 0 4672
বইমেলায় সাংবাদিক হাসান জাভেদ এর রোহিঙ্গা উপাখ্যান ‘নাফ তীরের কন্যা’ https://jonomoth.com/archives/3709 https://jonomoth.com/archives/3709#respond Fri, 23 Feb 2018 07:59:18 +0000 http://jonomoth.com/?p=3709

জনমত নিউজ: ৬২’তে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করেন। নতুন করে দুর্ভোগের পড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের বিদেশি অাখ্যায়িত করে শিক্ষা, স্বাস্থ্য, চলাফেরার স্বাধীনতাসহ সব ধরণের অধিকার কেড়ে নেয় সামরিক জান্তা। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সূচি সরকারের আমলেও তাদের হত্যা-ধর্ষণ, অত্যাচার, ধর্মীয় কর্তব্য পালনে বাধা, সম্পত্তি কেড়ে নেয়া হয়।

এ অবস্থায় রাখাইনে শান্তি ফেরাতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়।কিন্তু শান্তির পথ দেখানো আনান কমিশনের বহুরৈখিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের আগেই সেনা নেপথ্যের সরকারি ষড়যন্ত্র।

রোহিঙ্গাদের ‘বাঙালি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে তাদের চিরতরে বিতাড়নের জন্য অপারেশন চালাতে গত বছরের ১৪ আগষ্ট স্টেট কাউন্সিলর সূচি’র কাছে একটি লিখিত প্রস্তাব দেয় সেনা সমর্থিত ২০টি রাজনৈতিক দল। পূর্ব পরিকল্পিতভাবে রাখাইন রাজ্যে সেনা ফোর্সও মোতায়ন হয়। এরপর রোহিঙ্গা কর্তৃক মংডুর পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের নাটক মঞ্চস্থ।ঠুনকো অজুহাত দাঁড় করিয়ে ২৫ আগস্ট ২০১৭’র সেনা-মগদের বর্বরতা। নিরস্ত্র রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী ও তাদের দোসর মগদের একক ‘যুদ্ধ’!

ঘরের সামনে উঠান, রাস্তা-ঘাট, ডোবা-নালায় লাশের স্তুপ। প্রাণ বাঁচাতে ভয়ে ভয়ে বৃদ্ধকে কাঁধে, শিশুকে হাতে লয়ে ঘণ্টাখানের পথ পাড়ি দিতে তিন/চারদিন দুর্গম অঞ্চল ঘুরে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা জনগোষ্ঠী । পেটে ক্ষুধার যন্ত্রণা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিগৃহীত-নিপীড়িত রোহিঙ্গাদের মুখে বলা এসব ঘটনা পাঠকের সামনে তুলে ধরার অন্যতম কাজ সংবাদকর্মীদের। ইতিহাসের ঘৃণ্যতম রোহিঙ্গা গণহত্যা শুরুর পর ১০ সেপ্টেম্বর ২০১৭’তে বান্দরবানের নাইক্ষ্যৎছড়ি হয়ে মিয়ানমারের তমব্রুতে অবৈধভাবে ঢুকে পড়েন অনুসন্ধানী সাংবাদিক হাসান জাভেদ।

রোহিঙ্গা তাবু থেকে শাহপরীর দ্বীপ, নাফ নদী ঘুরে ঘুরে সংবাদ তৈরি করেছেন। এর আগে ২০১৬ সালের মে মাসে মাছ ব্যবসায়ী পরিচয়ে রাখাইনের মংডু শহর ঘুরে এসে রোহিঙ্গাদের অবস্থা, ইয়াবাবাহী একটি ট্রলারের প্রতিবেদন প্রকাশ করেন জাভেদ। সহকর্মীদের ভাষায় ‘রোহিঙ্গা সাংবাদিক’।

সেনাবাহিনীর বন্দুকের নল ও দোসর মগদের ধারালো অস্ত্রের আঘাতে চোখের সামনে প্রিয়জনের সবল দেহ মাটির সঙ্গে লুটে পড়া, কোলের শিশুকে পানিতে ছুড়ে হত্যা, সাজানো সংসারে অগ্নিসংযোগ, ধর্ষণ-নির্যাতনের সেই সব দু:সহ বর্ণনা আর এক রোহিঙ্গা তরুণীকে নিয়ে সুঁই-সুতোর মেলবন্ধনের একটি উপখ্যানের নাম ‘নাফ তীরের কন্যা’।

পাখির মতো মা-বাবা ও তিন ভাইবোনের নির্মম মৃত্যু দেখে কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আসেন রোহিঙ্গা কন্যা। ভাবছিলেন হয়তো নিধু’র দেখা পাবে। যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু হাজারো স্বজাতির ভীড়ে কে দেবে তার সন্ধান। নিধু কী আদৌ বেঁচে আছে? অতপর সেই অন্ধকারের পথে কৃষ্ণকন্যার ফিরে যাওয়া।

রাজধানীর অমর একুশে বইমেলার ৪৫২-৪৫৩ নম্বর স্টল ‘দেশ পাবলিকেশন্স’ এ মাসজুড়ে পাওয়া যাবে বইটি। এছাড়া ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজিত বইমেলায় ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই রোহিঙ্গা উপাখ্যান ‘নাফ তীরের কন্যা’ বইটি পাওয়া যাচ্ছে।

]]>
https://jonomoth.com/archives/3709/feed 0 3709
চুনারুঘাটে ফায়ার সার্ভিস স্টেশন চাই : সাধারণের প্রাণের দাবি https://jonomoth.com/archives/3661 https://jonomoth.com/archives/3661#respond Tue, 20 Feb 2018 03:45:08 +0000 http://jonomoth.com/?p=3661

জনমত নিউজ : একটি ফায়ারসার্ভিস স্টেশন চুনারুঘাটে কতটা প্রয়োজন গতকাল (১৯ ফেব্রুয়ারি) হয়তো আবারো কিছুটা উপলব্ধি করতে পেরেছে চুনারুঘাটের বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষ!! চোখের সামনে দাউদাউ করে আগুনে পুড়ে যাচ্ছে দোকানপাট, নির্বাক চোখে শুধু দেখতে হয়েছে আগুনে পুড়ার খেলা!! সবাই শুধু আপসোস, হায় আগুনে পুড়ছে দোকানপাট, ফায়ারসার্ভিসের অপেক্ষায়!!

আজ থেকে ৫-৭ বছর আগে উত্তর বাজার এমনি ভাবে একরাতে তেলের দোকানে আগুন লেগে পুড়ে আঙরা হয়ে ছিল!! প্রায় ঘন্টা কানিক পরে হবিগঞ্জ থেকে ফায়ারসার্ভিস এসে সেই দিন আগুন নিয়ন্ত্রণ করে ছিল!! তখন চুনারুঘাটের একজন জনপ্রতিনিধি বলে ছিলেন, “আগামী তিন মাসের ভিতর চুনারুঘাটে ফায়ারসার্ভিস স্টেশন করা হবে”!! আজ ৫-৭ বছর অতিবাহিত হলেও এখনো সেই তিন মাস আর হয়নি!!এখনো চুনারুঘাট বাসী শায়েস্তাগঞ্জ বা হবিগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের দিকে তাকিয়ে তাকতে হয়!!

আজকে যার দোকানপাট আগুনে পুড়েছে, সে বুঝতেছে আগুনে পুড়ার জ্বালা!! আপনে আমি হয়তো তাকে সহমর্মিতা জানাতে পারব, এছাড়া কিছুই না!! চুনারুঘাট বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে, চুনারুঘাট পৌর মেয়র-উপজেলা চেয়ারম্যান মহোদয় ও ইউএনও মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি, এই আগুনের হাত থেকে আমাদের বাঁচান, আর ভবিষ্যৎ আগুনে আর আমাদের পুড়তে দিয়েন না,, আপনারা আমাদের অভিভাবক, আমাদের দেখাশোনা, ভাল-মন্দ রাখার দায়-দায়িত্ব আপনাদের,, একটা ফায়ারসার্ভিস স্টেশন অতি জরুরী ভাবে নির্মাণ করুন, রক্ষা করুন চুনারুঘাট বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে!!

(সংগ্রহ : বাঙালী বিল্লাল এর ফেইসবুক পোষ্ট থেকে)

]]>
https://jonomoth.com/archives/3661/feed 0 3661
সুপার ব্লু ব্লাড মুন দেখা যাবে আজ ৩১শে জানুয়ারি https://jonomoth.com/archives/3313 https://jonomoth.com/archives/3313#respond Wed, 31 Jan 2018 13:05:29 +0000 http://jonomoth.com/?p=3313

জনমত নিউজ: আজ রাতটা হবে অন্যরকম। মানুষ প্রতীক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য। এক অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হবে গোটা বিশ্ব। রাতের আকাশে একই সঙ্গে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। অবলোকন করা যাবে রক্তিম চাঁদ। শেষবার এমনটা ঘটেছিল ১৫২ বছর আগে। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লু ব্লাড মুন এক্লিপস’।

উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ অত্যাশ্চর্য দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। তবে বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে হলে আকাশে চাঁদ ওঠা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যারাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’। চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যাবে ‘ব্লাড মুন’ও। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে।

]]>
https://jonomoth.com/archives/3313/feed 0 3313
হবিগঞ্জে ‘আলোর পরশ’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ https://jonomoth.com/archives/3133 https://jonomoth.com/archives/3133#respond Mon, 22 Jan 2018 17:10:20 +0000 http://jonomoth.com/?p=3133

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে সামাজিক সেবামূলক সংগঠন ‘আলোর পরশ’-এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারী) সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আলোর পরশ’-এর সভাপতি নুরুন্নাহার-এর সভাপতিত্বে শীতবস্ত্র ও পুরস্কার বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক কবি তাহমিনা বেগম গিনি।

শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধক সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা সোলাইমান খান রাব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, দৈনিক হবিগঞ্জ সমাচার-এর অফিস ইনচার্জ ও মীম টিভি ইউএসএ’-এর জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এএইচ মামুন, হবিগঞ্জ তারুন্য সোসাইটির সভাপতি শেখ ওসমান গনি রুমি, সংগঠনের উপদেষ্টা মোমেনা খাতুন সাধনা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘আলোর পরশ’-এর সাধারণ সম্পাদক হাফেজ বায়েজিদ আহমদ খান।

সংগঠনের উপদেষ্টা মোঃ ওয়াহিদ খান ও সংগঠনের সহ-সভাপতি সাকিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ, অর্থ সম্পাদক নাদিয়া তালুকদার রিপা ও প্রচার সম্পাদক সৈয়দ গোলাম দস্তগীর শাহরুখ, সদস্য হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ শাহজাহান মাহমুদ, সাইফুল ইসলাম, সাজিদা আক্তার কলি, সাবিহা আক্তার, নাঈমা সুলতানা, জান্নাতুল মাওয়া এমিসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ ওয়াহিদ খান ও সংগঠনের সহ-সভাপতি সাকিবুর রহমান।

এর মিডিয়া পার্টনার ছিল সিলেট-এর জনপ্রিয় দৈনিক ‘বিজয়ের কন্ঠ’ ও আমেরিকা কানাডা ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘মীম টিভি ইউএসএ’।

উল্লেখ্য, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ-এর একঝাঁক তরুন-তরুণী শিক্ষার্থীদের নিয়ে গঠিত আলোর পরশ সংগঠনটি ২ বছর পূর্বে সামাজিক সেবামূলক কাজের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে।

ইতিমধ্যে, সংগঠনটি অসহায় গরীব দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের আর্থিক অনুদান ও খাবার বিতরণ, রুহিঙ্গাদের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ, অসহায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

]]>
https://jonomoth.com/archives/3133/feed 0 3133
নতুন চমক নিয়ে বাজারে আসছে ওয়াটারপ্রুফ নোকিয়া ৯ https://jonomoth.com/archives/2571 https://jonomoth.com/archives/2571#respond Thu, 21 Dec 2017 06:06:22 +0000 http://jonomoth.com/?p=2571

ডেস্ক : নতুন চমক নিয়ে আরও একটি অ্যান্ড্রয়েড ফোন আনতে যাচ্ছে নোকিয়া। নতুন বছরের শুরুতেই নোকিয়া ৯ মডেলের ফোনটি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এই ফোনটির বিশেষ বৈশিষ্ট এটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ। এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৫.৫ ইঞ্চি কিউএইডি (কোয়ার্টার হাই ডেফিনেশন) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি প্রসেসর রয়েছে এই ফোনে। সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ৮ (অরিও)।

জানা গেছে, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের নোকিয়া ৯-এর দাম হতে পারে ৫৬০ ডলার এবং ১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে ৬৩৫ ডলার।

তবে এতে থাকবে না গুগল প্লে স্টোর। এর পরিবর্তে যুক্ত করা হবে অন্য কোনো অ্যাপ মার্কেট।

১৩ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে নোকিয়া ৯-এ। ৩৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

]]>
https://jonomoth.com/archives/2571/feed 0 2571
“ফেইসবুক শিক্ষার্থীদের সময় নষ্ট করছে”– ড. মুহাম্মদ জাফর ইকবাল https://jonomoth.com/archives/2345 https://jonomoth.com/archives/2345#respond Fri, 08 Dec 2017 16:43:51 +0000 http://jonomoth.com/?p=2345

জনমত নিউজ ডেস্ক : ফেইসবুক শিক্ষার্থীদের সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘ফেইসবুক ব্যবহারের ফলে শিশুরা সময়ের ফাঁদে পড়ছে। যা তাদের শিক্ষা জীবনকে ব্যাহত করছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চারদিন ব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিন অনুষ্ঠিত ‘চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড’শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম সবারই সময় নষ্ট করছে। বিশেষ করে শিশুদের জন্য এর প্রকোপ আরও বেশি। কেননা, কোমলমতি শিশুরা না বুঝে শুনে ফেইসবুকে সময় ব্যয় করছে। ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, টেকনোলজি ব্যবহার করতে হবে। কিন্তু টেকনোলজিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না।

প্রোগ্রামিং শিশুদের উদ্বুদ্ধ করতে জাফর ইকবাল বলেন, প্রোগ্রামিং শিখতে আগ্রহ থাকাটা জরুরি। এজন্য ছোট ছোট কিছু স্টেপ জানতে হয়। প্রোগ্রামিং মজার একটি বিষয়।

জাফর ইকবাল বলেন, বাবা-মাকে খুশি রেখে বই পড়তে হবে। লুকিয়ে হলেও বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। পাশাপাশি কোডিংয়ের কাজ করা যেতে পারে। বাবা-মা চান ভালো রেজাল্ট। এইটা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।

সেমিনারের শুরুতে দুই খুদে বক্তা কোডিংয়ের বিষয়ে তাদের অভিজ্ঞতার জানায় সবাইকে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাশিতা জাইনা রহমান বলেন, ‘আম্মুকে কম্পিউটারে কাজ করতে দেখতাম। আমি মনে করতাম এসব কাজ বোরিং। এরপর আমিও কম্পিউটারে সময় কাটাতে শুরু করি। আমি কম্পিউটারে গেম খেলি। একদিন আমি আম্মুকে বললাম আমার একটি শুটিং গেম চাই যেখানে সিন্ড্রেলা থাকবে। আমি ভেবেছিলাম মা আমার কথা ভুলে গেছে বা মা পারে না। এর কিছুদিন পর আমি যে গেমটি চেয়েছিলাম মা তা বানিয়ে আমাকে দিল। আমি তো অবাক হলাম। মা বললো কোডিং করে মা গেমটি বানিয়েছে। আমি তখন কোডিং শিখতে চাইলাম। এ থেকেই আমার কোডিংয়ের শুরু।

ষষ্ঠ শ্রেণির খুদে বক্তা আনুভা চৌধুরী বলে ‘আমার প্রোগ্রামিং করতে অনেক ভালো লাগে। আমি একটি স্কুলে গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক শিশুকে প্রোগ্রামিং করতে দেখেছি। তার এর জন্য স্ক্র্যাচ নামের একটি সফটওয়্যার ব্যবহার করছে। আমি প্রোগ্রামিং আরো ভালো করে শিখবো।

আলোচনার এক ফাঁকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঞ্চে এসে ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এসময় দুই ক্ষুদে শিক্ষার্থীসহ আরো কিছু শিশু-কিশোরদের নিয়ে ড্রোন দিয়ে ছবি তোলেন।

]]>
https://jonomoth.com/archives/2345/feed 0 2345