বাহুবল – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Sat, 10 Dec 2022 09:25:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 বাহুবলে আর্জেন্টিনা সমর্থক ছেলের দ্বন্দ্বে প্রাণ গেল পিতার https://jonomoth.com/archives/11481 https://jonomoth.com/archives/11481#respond Sat, 10 Dec 2022 08:54:32 +0000 http://jonomoth.com/?p=11481

রায়হান আহমেদ : হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যক্তি। হবিগঞ্জের বাহুবলে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের পুত্র রুকন মিয়ার মধ্যে খেলা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে পরদিন আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে টেনু মিয়ার লোকেরা তাকে বেধড়ক মারপিট করে। আহতাবস্থায় স্থানীয়ারা তাকে বাহুবল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলা যায়- ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে ছেলের সাথে দ্বন্দ্বের জেরে পিতাকে প্রাণ দিতে হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

]]>
https://jonomoth.com/archives/11481/feed 0 11481
বাহুবলে প্রকল্প অবহিতকরণ সভা ও কমিটি গঠন : কাজী সুজন সভাপতি, ইমন সম্পাদক https://jonomoth.com/archives/10549 https://jonomoth.com/archives/10549#respond Wed, 24 Nov 2021 19:34:49 +0000 http://jonomoth.com/?p=10549

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ‘ওয়েভ ফাউন্ডেশন’ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে
প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বাহুবল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা পারভীন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, দৈনিক হবিগঞ্জের বার্তা ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন, সাইফুর রহমান চৌধুরী,আমার সিলেট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল উদ্দিন ইমন,দৈনিক আমার হবিগঞ্জের সংবাদকর্মী আবেদ আলী প্রমুখ।

পরে সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজনকে সভাপতি ও কামরুল উদ্দিন ইমনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

]]>
https://jonomoth.com/archives/10549/feed 0 10549
বাহুবলে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন : আহত ৫ https://jonomoth.com/archives/9326 https://jonomoth.com/archives/9326#respond Mon, 14 Sep 2020 17:16:38 +0000 http://jonomoth.com/?p=9326

রাহিম আহমেদ : বাহুবল উপজেলার কালাখারুল গ্রামে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন। এসময় ভাই ভাতিজাদের পিকলের আঘাতে গুরুত্বর আহত হন চাচা আব্দুল সাত্তার(৫৫)।

ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল প্রায় সাড়ে ৬ টার দিকে উপজেলার কালাখারুল গ্রাম।

জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের কালাখারুল গ্রামে গত ২/৩দিন আগে আব্দুল সাত্তারের ভাই সোনাই মিয়ার ছেলে সহ কয়েকজন রাস্তায় ক্যারাম বোর্ড খেলছিল। এসময় সোনাই মিয়া ও সাত্তারের ভাতিজীর জামাই শুকুর মিয়া রাস্তা দিয়ে শ্বশুর বাড়ী যাচ্ছিলো, ক্যারাম খেলোয়াড়দের সাথে শুকুর মিয়ার কথা-কাটাকাটি হয়।

এ নিয়ে রবি মিয়া, তার ছেলে হারুন মিয়া ও বিল্লাল মিয়ার সাথে সোনাই মিয়া ও আবুল সাত্তারের বিরোধ দেখা দিলে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

গত রবিবার বিকেলে মুরুব্বিদের জানানোর কথা ছিল উভয় পক্ষের। কিন্তু রবিবার সকাল প্রায় সাড়ে ৬ টার দিকে কিছু বুঝে উঠার আগেই সোনাই মিয়াকে রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় রবি মিয়া, তার ছেলে হারুন, বিল্লাল, তাদের মেয়ের জামাই শুকুর মিয়া ও তাদের লোকজন। এ সময় আব্দুল সাত্তার এগিয়ে গেলে তার উপর নির্মম ভাবে হামলা চালায় রবি মিয়ার লোকজন।

এসময় সংঘর্ষে আব্দুল সাত্তার ৫৫, তার ছেলে শিবলু মিয়া সহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল সাত্তারকে সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,আব্দুল সাত্তারের অবস্থার অবনতি দেখা দিলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, সেখানেও আব্দুল সাত্তারের অবস্থা আশংকাজনক হলে তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় পরিবারের লোকজন।

হবিগঞ্জের মাধবপুর এলাকায় বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে রাস্তায় মারা যান আব্দুল সাত্তার। পরে আব্দুস সাত্তারের মৃতদেহটি বাহুবল মডেল থানার পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।

]]>
https://jonomoth.com/archives/9326/feed 0 9326
বাহুবলে গরুসহ চোর আটক https://jonomoth.com/archives/8991 https://jonomoth.com/archives/8991#respond Mon, 31 Aug 2020 12:39:51 +0000 http://jonomoth.com/?p=8991

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) ভোরে বাহুবল কলেজ গেইটে বাহুবল থানার টহলরত পুলিশ গরুসহ তাদের আটক করেন।

আটককৃতরা হল, উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মতলিবের ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও চুনারুঘাট উপজেলার সিংহপাড়া পাকুড়িয়া গ্রামের আব্দুর নুরের ছেলে জমির আলী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ মহাসড়কের পাশে টহল চলাকালে সিএনজি যোগে গরু নিয়ে যাচ্ছিল চার ব্যক্তি। সড়কে পুলিশের টহল দেখে গরু রেখে দুইজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করে পুলিশ।

পরে চুরেরা জানায় গরুটি শিবপাশা গ্রামের নিল মিয়ার। পরে তিনি এসে মামলা দায়ের করেন।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

]]>
https://jonomoth.com/archives/8991/feed 0 8991
তথ্য চাওয়ায় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন বাহুবল থানার এসআই শাহ আলী https://jonomoth.com/archives/8890 https://jonomoth.com/archives/8890#respond Fri, 28 Aug 2020 15:04:18 +0000 http://jonomoth.com/?p=8890

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল থানা থেকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসা চোখ বাঁধা দুই ব্যক্তির বিষয়ে জানতে চাইলে দৈনিক সমকাল বার্তার সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক হবিগঞ্জ সমাচার’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার একে কাওসারের সাথে অশোভন আচরণ করেন বাহুবল থানার এসআই মো. শাহ্ আলী।

এ সময় তিনি সাংবাদিক কাওসারের হাতে থাকা মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। প্রায় আধা ঘন্টা পর তিনি মোবাইল ফোনটি ফেরত দেন।

এঘটনায় দৈনিক সমকাল বার্তার প্রকাশক মোঃ আবদুল্যাহ চৌধুরী এক সংবাদ বিবৃতিতে বলেন, এমন ঘটনায় সমকাল পরিবার তীব্র নিন্দা প্রকাশ করেছে। সমকালের ব্যুরো প্রধান একে কাওসার হাতকড়া পরিহিত, চোখ বাধা ও আহত দুই ব্যক্তি বিষয়ে তথ্য চাওয়ায় তার সাথে বাহুবল থানা পুলিশের এসআই মো. শাহ্ আলী অশোভন আচরন করেন।

শুধু তাই নয় ওই অফিসার একজন সাংবাদিকের মানহানী করেছেন, পাশাপাশি তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।

জানা যায়- বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রোগীর কাছে চোখ বেঁধে দুই ব্যক্তিকে নিয়ে আসেন।

এ সময় বিষয়টি সম্পর্কে জানতে সেখানে উপস্থিত হন ‘দৈনিক হবিগঞ্জ সমাচার’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার একে কাওসার। হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা পুলিশের কাছে বিষয়টি জানতে চাইলে সাদা পোষাকধারী এসআই মো. শাহ্ আলী সাংবাদিক পরিচয় পেয়েও একে কাওসারকে ধাক্কা মারেন।

এ সময় পাশে দাড়ানো স্থানীয় লোকজন ও দুই পুলিশ সদস্য একে কাওসার সাংবাদিক বিষয়টি নিশ্চিত করলেও এসআই শাহ আলী উত্তেজিত হয়ে উঠেন।

এক পর্যায়ে তিনি সাংবাদিক কাওসারের হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। প্রায় আধা ঘন্টা পর আবারও তিনি পুলিশ ভ্যানসহ হাসপাতালের সামনে ফিরে আসেন। তার সাথে থাকা সবুজ রানা নামে পুলিশ সদস্য মোবাইলটি ফেরত দেন। তবে সাংবাদিক কাওসারের দাবি- তার মোবাইল থেকে অনেক গুরুত্বরপূর্ণ সংবাদের তথ্য-চিত্র ডিলেট করে দিয়েছে পুলিশ।

এব্যাপারে জানতে চাইলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান- চোখ বেঁধে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে সাংবাদিকের সাথে অশোভন আচরণের বিষয়টিও আমি দেখছি।

]]>
https://jonomoth.com/archives/8890/feed 0 8890
বাহুবলে সরকারী রাস্তার ইট তুলে ফেলেছে একদল দুর্বৃত্ত https://jonomoth.com/archives/8569 https://jonomoth.com/archives/8569#respond Sun, 16 Aug 2020 09:56:35 +0000 http://jonomoth.com/?p=8569

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে সরকারি রাস্তার সলিংয়ের ইট তুলে ফেলেছে কতিপয় ব্যক্তি। এতে ওই রাস্তা দিয়ে চলাচলে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা।

স্থানীয় লোকজন জানান, এলজিইডির মাধ্যমে জয়পুর- দাসপাড়া সড়কটি ইট সলিং করা হয়। সম্প্রতি স্থানীয় বারআউলিয়া গ্রামের একদল দুর্বৃত্ত প্রকাশ্যে ওই রাস্তার সলিং করা ইট তুলে ফেলে দেন। এতে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকার লোকজন চলাচলে বিড়ম্বনায় পড়ছেন।

এ বিষয়টি চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করা হয়েছে। তবে রাস্তার ক্ষতিসাধনকারীরা স্থানীয়ভাবে উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ হাওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এব্যাপারে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনতা।

]]>
https://jonomoth.com/archives/8569/feed 0 8569
মিরপুরে বর্ষা কালেও লাউ চাষে ব্যাপক সাফল্য : লাভবান কৃষক https://jonomoth.com/archives/8464 https://jonomoth.com/archives/8464#respond Sun, 19 Jul 2020 06:57:26 +0000 http://jonomoth.com/?p=8464

রায়হান আহমেদ : আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের কৃষি বর্তমানে অনেক এগিয়েছে। একে একে সফল হচ্ছেন কৃষক সমাজ। এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার মিরপুরের দ্বিমুড়া গ্রামের কৃষক মোঃ আহমেদ আলী সফল হয়েছেন লাউ চাষ করে। লাউ শীতকালীন সবজি হলেও বর্ষা কালে এটি চাষ করেছেন তিনি। এ সময়ে লাউয়ের বাম্পার ফলন করে সবাইকে হতবাক করেছেন তিনি। লাউয়ের প্রচুর ফলনে আর্থিকভাবে তিনি লাভবান হচ্ছেন। এ পর্যন্ত ৩শ’ এর উপরে বিক্রি করছেন ৪০-৪৫ টাকা ধরে। গাছে রয়েছে আরো ৭-৮শ’ লাউ।

আহমেদ আলীর এ সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রথম গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান লালতীর সিড লিমিটেড। বর্ষাকলে লাউ চাষ করতে কৃষক আহমেদ আলীকে উদ্ভুদ্ধ ও দিকনির্দেশনা দিয়েছেন, এ প্রতিষ্ঠানের বিভাগীয় ম্যানাজার তাপস চক্রবর্তী।

কৃষক আহমেদ আলী জানান, ৯শতক জমিতে লালতীর সিড লি. এর বিভাগীয় ম্যানাজার তাপস চক্রবর্তীর পরামর্শে লাউয়ের বীজ ডায়না-১ রোপন করে তিনি সফলতা পেয়েছেন। শীতকালীন সবজি বর্ষায় হবে কিনা, প্রথমে এমন সংশয় হলেও পরে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে লাউ চাষে মনোযোগী হয়েছেন।

তিনি আরো জানান, ফলন ভাল হওয়ায় এবং ভাল দাম পাওয়ায় লাউ চাষে তিনি লাভবান হচ্ছেন।

তাপস চক্রবর্তী জানান, স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে লাউয়ের আবাদ করা যায়। লাউ চাষে কোনো প্রকার রোগ বালাই না থাকায় বাড়তি কোনো রাসায়নিক/কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না। শুধু বেঙ্গল সার ও গোবরই যথেষ্ট। কৃষক আহমেদ আলী আমাদের বীজ ও ফর্মূলায় শীতকালীন সবজির বাম্পার ফলন করে দেখিয়েছেন বর্ষাকালেও।
এভাবে তার মতো কৃষকরা এগিয়ে আসলে ধীরে ধীরে কৃষি সমৃদ্ধি লাভ করবে।

]]>
https://jonomoth.com/archives/8464/feed 0 8464
চুনারুঘাটে নামধারী সাংবাদিকদের দৌরাত্ম্যে কুণ্ঠিত মূলধারার সংবাদকর্মীগণ https://jonomoth.com/archives/7733 https://jonomoth.com/archives/7733#respond Tue, 19 Nov 2019 04:50:53 +0000 http://jonomoth.com/?p=7733

চুনারুঘাটের সিনিয়র সাংবাদিকদের প্রতি সচেতন মহলের আহ্বান- এখনই সময়, অপ-সাংবাদিকতা রুখতেই হবে। আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন…

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে কথিত সাংবাদিকদের অপসাংবাদিকতায় সুশীল সমাজসহ ক্ষীপ্ত সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন স্থানে এসব হলুদ সাংবাদিকদের অপসাংবাদিকতা ও অবাধ চলাচলে ক্ষোভ জানিয়েছে উপজেলার কর্মরত মূলধারার সাংবাদকর্মীরা। এ অবস্থায় নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেও বিব্রত বোধ করছেন মূলধারার সাংবাদিকরা। এ উপজেলায় দিনদিন শুধু বেড়েই চলছে এসব অপসাংবাদিকতা ও নামধারী সাংবাদিকের সংখ্যা।

স্থানীয় সংবাদকর্মী, সুশীল সমাজসহ অনেকের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় এবং সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট ইউএনও অফিস, কৃষি অফিস, শিক্ষা অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, ভূমি অফিস, বন বিভাগের বিট অফিস, পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিক এবং হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট থানা পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসারদের ভয় দেখিয়ে মাসোহারা ভিক্তিক চাঁদাবাজি করছে কথিত সাংবাদিকরা।

এসব সাংবাদিক পরিচয়ধারীদের মধ্যে অনেকের নেই শিক্ষাগত ও সংবাদ লেখার যোগ্যতা। শুধু তাই নয়, ভঁয়াদের মধ্যে বেশ কয়েকজন নিরক্ষর ব্যক্তিও আছেন।

বিনা দাওয়াতে সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশে দলবদ্ধভাবে উপস্থিত হয়ে এসব সাংবাদিকদের একের পর এক ক্যামেরার ফ্লাশে বিব্রত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ।

এসব কথিত সাংবাদিকদের লেখা প্রতিবেদন আদৌ কোন সংবাদপত্র, টিভি চ্যানেল কিংবা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় কী না এমন সন্দেহ রয়েছে সচেতন মহলে। বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ ইউটুব চ্যানেল খোলে চলছে তথাকথিত নামধারী সাংবাদিকদের অপসাংবাদিকতা।

এসব সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের নিকট পত্রিকা কিংবা টিভি চ্যানেল থেকে সঠিক কোন নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়।

উপজেলা প্রশাসনে নেই সাংবাদিকদের সঠিক কোন তালিকা। যার ফলে নিত্যদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্ট, সরকারি দপ্তরগুলো ও থানা পুুলিশের আশপাশে এসব কথিত সাংবাদিকরা একের পর এক রাজত্ব কায়েম করলেও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে নিরব ভূমিকায়।

এছাড়া গ্রাম থেকে আসা সাধারণ মানুষদের নিজেকে কখনো পুলিশ, কখনো ডিভি পুলিশ কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে বলে এমন অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। আর এসব কথিত হলুদ সাংবাদিকদেরকে শেল্টার দিচ্ছে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন রাজনীতিবিদ। এ সুযোগে মেতে উঠেছে এক শ্রেণীর কথিত নামধারী সাংবাদিকদের অপসাংবাদিকতা।

দিনের পর দিন বেড়েই চলেছে এ উপজেলায় নামধারী সাংবাদিকতা। উপজেলায় কথিত সাংবাদিকদের হলুদ সাংবাদিকতায় চরম বিপাকে আছেন অনেক সরকারি কর্মকর্তারা। এসব সাংবাদিকদের বিরুদ্ধে কোন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মূমূর্ষ রোগীর মৃত্যু হলে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়।

অপরদিকে উপজেলা পরিষদ ও ইউএনও অফিসসহ থানার আশপাশে এসব কথিত সাংবাদিকদের দিনভর আড্ডা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদের হাজারো অর্থহীন প্রশ্নে বিব্রত করে ফায়দা লুটেরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ জানান, হলুদ সাংবাদিকতা এ অঞ্চলের সাংবাদিকতাকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। এ থেকে পরিত্রানের উপায় খোঁজার এখনই সময়।

]]>
https://jonomoth.com/archives/7733/feed 0 7733
বাহুবলে স্কুলছাত্রীকে প্রকাশ্যে পিটিয়ে আহত : বখাটে গ্রেফতার https://jonomoth.com/archives/7518 https://jonomoth.com/archives/7518#respond Fri, 02 Aug 2019 04:55:38 +0000 http://jonomoth.com/?p=7518

স্টাফ রিপোর্টার : বাহুবলের মিরপুরে ইভটিজিং-এর বিচার চাওয়ার কারনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লিজা আক্তার নামে এক ছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে বখাটে যুবক।

আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল লিজা আক্তার। মিরপুর ভিতর বাজার সড়কে পৌছামাত্র ফার্নিচার দোকানের কর্মচারী শিবলু মিয়া তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় বখাটে শিবলু। পরে আহত অবস্থায় লিজাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর লিজার মা জামিনা খাতুন বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাত সাড়ে ১১ টার দিকে বখাটে শিবলুকে গ্রেফতার করে পুলিশ। শিবলু মিয়া উপজেলার চারগাও গ্রামের নবীর হোসেন ওরফে নবাই মিয়ার পুত্র।

আহত স্কুল ছাত্রী লিজা উপজেলার লামাতাসী গ্রামের প্রবাসী ছায়েদ আলীর কন্যা। সে মিরপুরস্থ সানশাইন প্রি-ক্যাডেট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সুত্র জানায়, ফার্নিচার দোকানের কর্মচারী শিবলু মিয়া (২২) দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে লিজাকে উত্যক্ত (ইভটিজিং) করে আসছিল। সম্প্রতি বিষয়টি চরম আকার ধারণ করে। অতিষ্ঠ হয়ে লিজা বিষয়টি তার পরিবারকে জানায়। প্রায় সপ্তাহখানেক পূর্বে এ ব্যাপারে শিবলুর পিতা নবীর হোসেনের কাছে বিচার প্রার্থী হন লিজার পরিবারের লোকজন। এরই প্রেক্ষিতে নবীর হোসেন তার পুত্র শিবলুকে নিয়ে লিজার বাড়িতে গিয়ে ক্ষমা চান এবং ‘ভবিষ্যতে আর এমন হবে না’ বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু মনে মনে লিজার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে শিবলু। এরই ধারাবাহিকতায় হামলা চালায় সে।

এ ব্যাপারে সানশাইন স্কুল কর্তৃপক্ষ জানায়, শিবলু দীর্ঘদিন যাবত লিজাকে হয়রানী করছিল। লিজার পরিবার বিষয়টি শিবলুর পরিবারকে অবগত করার ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে। এ যেন বিচার চাওয়াই অপরাধ!!

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। পরে শিবলুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি’।

এদিকে, স্কুল ছাত্রী লিজার উপর হামলার ঘটনাটি স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) ধরা পড়ে। এতে লক্ষ্য করা যায়, বখাটে শিবলু তাকে এলোপাতাড়ি পেটাচ্ছে। এক পর্যায়ে লিজার শোর-চিৎকারে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এগিয়ে আসলে শিবলু পালিয়ে যায়।

সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও চিত্রটি ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

]]>
https://jonomoth.com/archives/7518/feed 0 7518
অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি https://jonomoth.com/archives/7152 https://jonomoth.com/archives/7152#respond Fri, 19 Apr 2019 10:49:01 +0000 http://jonomoth.com/?p=7152

জনমত নিউজ ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘কালেকশন এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম:
কালেকশন এক্সিকিউটিভ, টেম্পোরারি

যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উপস্থাপনায় ও যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। পদটির জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বেতন :
বেতন ১৫,০০০টাকা।

আবেদনের প্রক্রিয়া :
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ :
আবেদন করার শেষ তারিখ ২৩ এপ্রিল, ২০১৯ ইংরেজি।

#বিডিজবস/

]]>
https://jonomoth.com/archives/7152/feed 0 7152