লিড নিউজ – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Sat, 05 Aug 2023 05:37:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 চুনারুঘাটের পুত্রবধু আনজুমা রাখীর বৃটেনে ইন্টারন্যাশনাল বিজনেস এ মাস্টার্স ডিগ্রি অর্জন https://jonomoth.com/archives/11745 https://jonomoth.com/archives/11745#respond Sat, 05 Aug 2023 05:35:20 +0000 http://jonomoth.com/?p=11745

স্টাফ রিপোর্টার : বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস এ মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন কুলাউড়া উপজেলার মেয়ে ও চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আহমেদ রিংকুর সহধর্মিণী আনজুমা রাখী। সম্প্রতি তিনি এই ডিগ্রি অর্জন করেন।

আনজুমা রাখী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের প্রবাসী আব্দুল গফুর এবং মরহুমা নাজমিন নাহার এর কন্যা। ৩ ভাইবোনের মধ্যে দ্বিতীয় রাখী এর আগে সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চ শিকার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার ডট নিউজ এর সম্পাদক আব্দুল বাছিত বাচ্চুর ভাগনি। এছাড়া রাখীর মামা খালেদূর

রহমান সরকারের একজন উপ সচিব এবং আরেক মামা ডা. কাওসার আব্দুস ডিএমটি গ্লোবাল এর চেয়ারম্যান এবং চীফ এক্সিকিউটিভ অফিসার।

ফলাফল পাওয়ার পর রাখি নিজের এই সাফল্যের জন্য মা বাবা আত্মীয় স্বজন ও স্বামী আশরাফ আহমেদ রিংকু এর পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন,”আলহামদুলিল্লাহ অবশেষে ইন্টারন্যাশনাল বিজনেস এ এমএসসি সম্পন্ন করলাম। এটি আমার জন্য একটি সহজ যাত্রা ছিল না কিন্তু পরিবারের সদস্যদের এবং শ্বশুরবাড়ির সদস্যদের সমর্থন আমাকে আমার লক্ষ্য অর্জনে শক্তি এবং আশা দেয়। আমার ডিগ্রি অর্জনের জন্য অনেক কঠোর পরিশ্রম এবং উত্সর্গ করা হয়েছিল, এবং আমি এখন এটি পেয়েছি। আমার বাবা-মা, আমার চাচা, ভাইবোন এবং আমার শ্বশুরবাড়ির সমস্ত সমর্থনের জন্য ধন্যবাদ.. আমার প্রিয় স্বামী আশরাফ তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না।

]]>
https://jonomoth.com/archives/11745/feed 0 11745
শায়েস্তাগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://jonomoth.com/archives/11711 https://jonomoth.com/archives/11711#respond Sun, 04 Jun 2023 04:53:40 +0000 http://jonomoth.com/?p=11711

রায়হান আহমেদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ১৫-১৬ জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
রোববার (৪ জুন ২০২৩) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৫), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫),  ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, সুরতহাল শেষে মরদেহ তিনটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার ভোর-সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) হবিগঞ্জমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
]]>
https://jonomoth.com/archives/11711/feed 0 11711
লন্ডনে ডেপুটি মেয়র নিযুক্ত হলেন জি.এস. ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের কর্ণদার গাজীউর রহমানের ছোট বোন সমতা খাতুন https://jonomoth.com/archives/11706 https://jonomoth.com/archives/11706#respond Tue, 23 May 2023 08:39:21 +0000 http://jonomoth.com/?p=11706

সমতা খাতুন চুনারুঘাট তথা হবিগঞ্জের গর্ব। জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন…

চুনারুঘাট প্রতিনিধি : জি.এস. ব্রাদার্স সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও ইংল্যান্ড প্রবাসী মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন সমতা খাতুন ডেপুটি মেয়র নিযুক্ত হয়েছেন।

গত বুধবার (১৭ মে) লন্ডনের ক্যামডেন টাউন হলে অনুষ্ঠিত এক সভায় চার বারের নির্বাচিত কাউন্সিলর সমতা খাতুনকে ওই শহরের ডেপুটি মেয়র নিযুক্ত করা হয়। এর আগে তিনি টানা চার বার লন্ডন বরা অব ক্যামডেনের এবং সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

সমতা খাতুনের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ি ও লন্ডন প্রবাসী

সমতা খাতুন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর জমাদারের মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী, চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি, লন্ডন প্রবাসী মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন। উনার

তিনি ঐতিহ্যবাহী সাগরদীঘি পশ্চিম পাড় খান বাড়ির পুত্রবধু ও দানবীর ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপুর সহধর্মিনী। সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা সাজ্জাদ হোসেন খান একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটির প্রিয়মুখ।

বর্তমানে সমতা খাতুন লন্ডনের ক্যামডেন শহরে স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

]]>
https://jonomoth.com/archives/11706/feed 0 11706
এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে সেই শিশু স্বপনের চিরবিদায় https://jonomoth.com/archives/11682 https://jonomoth.com/archives/11682#respond Mon, 03 Apr 2023 10:49:47 +0000 http://jonomoth.com/?p=11682

রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে অর্ধগলা কাটা শিশু স্বপন মিয়া (১০) সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে চিরবিদায় নিয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১.৫৫ মিনিটে মৃত্যুবরণ করে সে।

এর আগে জেলার চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠের জঙ্গলে শিশু স্বপন মিয়াকে গত সোমবার (২৭ মার্চ) সকালে গলা কেটে হত্যার চেষ্টা করে শান্ত (১৯) নামে এক যুবক।

মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়ার পুত্র আহত স্বপনের জবানবন্দিতে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছিলেন থানা-পুলিশ। শান্ত একই গ্রামের চাঁন মিয়ার পুত্র। তবে দুই পরিবার চুনারুঘাট পৌর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক প্রতিশোধ নিতেই শিশু স্বপনকে হত্যা করে সে।
এলাকাবাসী জানান, এই বসয়ে এভাবে গলায় ছুরি চালিয়ে হত্যা করার বিষয়টি অবাক করার মতো। সম্ভবত ১৯ বছর বয়সের শান্ত ভারতীয় চ্যানেলের ক্রাইম পেট্রোল দেখে এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে আইসিওতে থাকা অবস্থায় শিশু স্বপনের মৃত্যু হয়। তার গলা কেটে যাওয়ায় ডাক্তার সেখানে কৃত্রিম নল লাগিয়েছিলেন।

]]>
https://jonomoth.com/archives/11682/feed 0 11682
আজমিরীগঞ্জ এলজিইডি অফিসে ভাঙচুর করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান https://jonomoth.com/archives/11656 https://jonomoth.com/archives/11656#respond Thu, 23 Mar 2023 12:16:22 +0000 http://jonomoth.com/?p=11656

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি’র ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর উপর হামলা ও অফিসে ভাঙচুর করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে।

ওই এলজিইডি অফিসের এক কর্মচারী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আজমিরীগঞ্জ-কাকাইলচেও রাস্তার মেইনটেন্যান্স কাজ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব। বিল সংক্রান্ত বিষয় নিয়ে এলজিইডি অফিসে ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন। তখন ওই অফিসের কয়েকজন ভাইস চেয়ারম্যানকে শান্ত করতে চাইলে তিনি আরো চড়াও হয়ে অফিসের টেবিলের কাচ ভাঙচুর করেন। অফিসের কর্মচারী মোশাররফ হোসেনকে কিল-ঘুষি মেরে মোবাইল ছিনিয়ে নেন।

এ ব্যাপারে আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, ৬৫ লাখ টাকা ব্যয়ে ২৮৫ মিটার রাস্তার কাজ পান, মোঃ তাজ উদ্দিন মিয়া নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব কন্ট্রাক্টার হিসেবে কাজটি করেন উপজেলা ভাইস চেয়ারম্যান। ওই কাজের মেজারমেন্ট করলে দেখা যায়, রাস্তার কাজের খরচ অনেক কম হয়েছে। তাই সরকারি অর্থ বাঁচাতে কাজের মেজারমেন্ট অনুযায়ী বিল রেডি করা হয়। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ওই বিল গ্রহন না করে উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করেন। পরে ভাঙচুর করেন ও অফিসের এক কর্মচারীকে মারধোর করেছেন।

জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে বিষয়টি অস্বীকার করে ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব বলেন, এসব মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

]]>
https://jonomoth.com/archives/11656/feed 0 11656
মাধবপুরে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ https://jonomoth.com/archives/11607 https://jonomoth.com/archives/11607#respond Sat, 11 Feb 2023 15:34:14 +0000 http://jonomoth.com/?p=11607

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনকৃত সিএনজি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার ভোর-সকালে মাধবপুর উপজেলার শাহাজাহান ইউনিয়নের আবুল হোসেনের স’মিলের সামনে থেকে মাদক জব্দ করা হয়।  আটককৃত মোঃ সোহাগ মিয়া (২৫) উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে মাধবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
]]>
https://jonomoth.com/archives/11607/feed 0 11607
ওমানে অমানবিক নির্যাতনের শিকার চুনারুঘাটের আজিবুলনেছা, দেশে ফেরার আকুতি https://jonomoth.com/archives/11602 https://jonomoth.com/archives/11602#respond Thu, 09 Feb 2023 16:51:45 +0000 http://jonomoth.com/?p=11602

প্রতিনিধি, চুনারুঘাট : ভালো চাকুরি ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে একটি চক্র এদেশের গরীব ঘরের মেয়েদের প্রবাসে পাঠায়। পরিবারের মুখে হাসি ফুটাতে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে মেয়েরা পাড়ি জমান দূর প্রবাসে। সেখানে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় প্রতিনিয়ত। সম্প্রতি ওমানে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আজিবুলনেছা (৩২)। তিনি ওই উপজেলার রাণীগাঁও ইউনিয়নের তেরাশুল গ্রামের আব্দুল মতিনের মেয়ে।
টানা ৭ মাস নির্যাতন সহ্য করতে না পেরে আর্তনাদ করে কেঁদে কেঁদে দেশে ফেরার জন্য আকুতি জানিয়ে একটি ভিডিও পাঠিয়েছেন আজিবুলনেছা। তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, “আমারে শুধু মারে। কাপালে বারি মাইরা দেখ গো আব্বা ফুলাই লাইছে। আমার চোখে মারছে। চোখের চারদিক কালা হইগেছে। এখন দেখতেও কষ্ট হয়।
আজিবুলনেছা আরো বলেন, তাড়াতাড়ি কইরা আমারে দেশে নেয়ার ব্যবস্থা কর গো আব্বা। শাহ আলম ভাই, হৃদয় ভাই হেরা আমারে ইখানো (ওমান) পাঠাইছে। তারারে কও আমারে দেশে নেয়ার ব্যবস্থা করতো।
পরক্ষণে মেয়েকে দেশে ফেরত আনতে আব্দুল মতিন শাহ আলমদের সাথে যোগাযোগ করে সমাধান পাননি। শেষ পর্যন্ত উপায়ন্তু না পেয়ে গত সোমবারে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে উপজেলার টেকেরঘাটের শুকুর আলীর পুত্র শাহ আলম, কৈয়াউড়ি গ্রামের হোসন আলীর ছেলে হায়দার আলী, করিম হোসেনের পুত্র সাইফুল ইসলাম হৃদয় সহ চার জন ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেটি তদন্তের জন্য হবিগঞ্জ পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, ২০ জুলাই ২০২২ তারিখে ভালো চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে আজিবুলনেছাকে ওমানে পাঠায় অভিযুক্তরা। মেয়েকে দেশে ফেরাতে তাদের কাছে মিনতি করেন আব্দুল মতিন। কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দেয়, আজিবুলনেছাকে দেশে আনতে ২ লাখ টাকা তাদের দিতে হবে। তিনি নিরুপায় হয়ে এক লাখ দেন। বাকি টাকা না দিতে পারায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে না আজিবুলনেছাকে।
আজিবুলনেছাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত না। আজিবুলনেছার পরিবারের কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করবো।
]]>
https://jonomoth.com/archives/11602/feed 0 11602
ইউ,কে প্রবাসী জালাল আহমেদকে সংবর্ধনা দিল ইকরা হাই স্কুল https://jonomoth.com/archives/11578 https://jonomoth.com/archives/11578#respond Tue, 31 Jan 2023 17:16:08 +0000 http://jonomoth.com/?p=11578

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ইকরা কেজি এন্ড হাই স্কুলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ইকরা কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকি পালন করা হয়। অনুষ্ঠানে চুনারুঘাট এসোসিয়েশন ইউ,কে’র সাধারণ সম্পাদক, বেঙ্গল ওয়ার্কার এসোসিয়েশন ইউ,কে’র ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক জালাল আহমেদকে সংবর্ধনা প্রদান করে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি।

বক্তব্য রাখছেন, ইউ,কে প্রবাসী জালাল আহমেদ

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অনোদা ইনকর্পোরেশনের এমডি ও জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি শিল্পপতি এম এ মালেক। প্রধান আলোচক ছিলেন- আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, লুকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, প্রধান শিক্ষিকা শাহ নার্গিস আক্তার সহ আরো অনেকে।

প্রসঙ্গত, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের সংস্কার কাজের জন্য অনুদান প্রদান করেন, ইউ,কে প্রবাসী জালাল আহমেদ। ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
শিল্পপতি এম এ মালেক সার্বক্ষণিক প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। ব্যারিস্টার সুমনও প্রতিষ্ঠানটির কাঠামো উন্নয়নে অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

]]>
https://jonomoth.com/archives/11578/feed 0 11578
মাধবপুর অ‍্যাসোসিয়শন সিলেটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ https://jonomoth.com/archives/11566 https://jonomoth.com/archives/11566#respond Fri, 20 Jan 2023 14:23:24 +0000 http://jonomoth.com/?p=11566

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট এর উদ‍্যেগে বুল্লা ইউনিয়নের অসহায় দুশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

শুক্রবার দুপুরে বুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ‍্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অ‍্যাসোসিয়েশন সভাপতি বীরমুক্তিযোদ্ধ্বা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,সাধারন সম্পাদক মোঃজামাল মিয়া,শাবি প্রবি অধ‍্যাপক ড, মোঃ আলী ওয়াক্কাস সোহেল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ‍্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদির,দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস, সংগঠনের সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন, মোবারক চৌধুরী,বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ,মুক্তিযোদ্ধ্বা রফিক উদ্দিন চৌধুরীর,সমাজসেবক ডাক্তার ওয়ালিউল ইসলাম সেলিম চৌধুরী, ও ইউপি সদস‍্য ও এলাকার গন‍্য মান‍্য ব‍্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মাধবপুর অ‍্যাসোসিয়শনের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী বলেন সিলেটে বসবাসরত গুনিজনের এসংগঠন।এসংগঠনে যারা আছেন মাধবপুরের মানুষের কথা চিন্তা করে। প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট বিভিন্ন ভাবে মানবতার কাজ করছে।মাধবপুরের কৃতি শিক্ষার্থীদের মধ‍্যে বৃত্তিপ্রদান,বিশেষ্ণ চিকিৎসক দ্বারামেডিকেল ক‍্যাম্প করে মাধবপুবপুর বাসীর পাশে ছিলাম।

আগামী মার্চে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে মাধবপুর অ‍্যাসোসিয়েশনের পক্ষে বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে একটি মেডিকেল ক‍‍্যাম্প করার ঘোষনা দেন। বুল্লা ইউনিয়নের চেয়ারম‍্যান মিজানুর রহমান তার এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও মার্চে মেডিকেল ক‍্যাম করার ঘোষনা করায় মাধবপুর অ‍্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

]]>
https://jonomoth.com/archives/11566/feed 0 11566
জমকালো আয়োজনে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন https://jonomoth.com/archives/11536 https://jonomoth.com/archives/11536#respond Fri, 30 Dec 2022 18:07:28 +0000 http://jonomoth.com/?p=11536

চুনারুঘাট প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যালি শেষে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল কালাম আজাদ দরবেশ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।

চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম, ডিসিপি হাই স্কুলের শিক্ষক লিটন আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল কদ্দুছ তালুকদার, সহ সভাপতি ইমরান আহমেদ জয়।

বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুক, সহ সভাপতি আবু তাহের তালুকদার, কামাল উদ্দিন, মীর সফর আলী, স্বপন সাঁই, সদস্য হালিমুর রশিদ কাজল, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মীর মাহমুদুল হাসান সৌরভ, প্রচার সম্পাদক রমজান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আকছির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মীর রাজন। এছাড়াও সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় ও সাধারণ সম্পাদক মীর মকছুদ আলী জানান, তিন বছর ধরে এ সংগঠন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তারা।

]]>
https://jonomoth.com/archives/11536/feed 0 11536