সারাদেশ – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Thu, 23 Feb 2023 13:22:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 চুনারুঘাটে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মাছ বিক্রেতা গ্রেপ্তার  https://jonomoth.com/archives/11625 https://jonomoth.com/archives/11625#respond Thu, 23 Feb 2023 13:22:26 +0000 http://jonomoth.com/?p=11625

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. লাল মিয়া (৩০) নামে এক মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সে উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৩ফেব্রয়ারী) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার রাণীরকোট এলাকা  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ ও পুলিশ সুত্র থেকে জানা যায়, লাল মিয়া পেশায় একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রির সুবাদে ওই যুবতীর পরিবারের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ ফেব্রুয়ারী সকালে মাছ বিক্রি শেষে রাণীরকোট বাজারের দক্ষিণে অবস্থিত মো. আব্দুল হাসিমের নির্মাণাধীন দু’তলা বিল্ডিয়ের সিঁড়ির নিচে ওই প্রতিবন্ধী যুবতীকে বিভিন্ন প্রলোভনে নিয়ে যায় লাল মিয়া।
পরে সে ধর্ষণ করে। ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন ওই যুবতী নারী।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক।
ওসি রাশেদুল হক  বলেন, ওই নারীর পিতা মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে  রাখা হয়েছে ওই নারীকে।
]]>
https://jonomoth.com/archives/11625/feed 0 11625
ওমানে অমানবিক নির্যাতনের শিকার চুনারুঘাটের আজিবুলনেছা, দেশে ফেরার আকুতি https://jonomoth.com/archives/11602 https://jonomoth.com/archives/11602#respond Thu, 09 Feb 2023 16:51:45 +0000 http://jonomoth.com/?p=11602

প্রতিনিধি, চুনারুঘাট : ভালো চাকুরি ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে একটি চক্র এদেশের গরীব ঘরের মেয়েদের প্রবাসে পাঠায়। পরিবারের মুখে হাসি ফুটাতে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে মেয়েরা পাড়ি জমান দূর প্রবাসে। সেখানে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় প্রতিনিয়ত। সম্প্রতি ওমানে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আজিবুলনেছা (৩২)। তিনি ওই উপজেলার রাণীগাঁও ইউনিয়নের তেরাশুল গ্রামের আব্দুল মতিনের মেয়ে।
টানা ৭ মাস নির্যাতন সহ্য করতে না পেরে আর্তনাদ করে কেঁদে কেঁদে দেশে ফেরার জন্য আকুতি জানিয়ে একটি ভিডিও পাঠিয়েছেন আজিবুলনেছা। তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, “আমারে শুধু মারে। কাপালে বারি মাইরা দেখ গো আব্বা ফুলাই লাইছে। আমার চোখে মারছে। চোখের চারদিক কালা হইগেছে। এখন দেখতেও কষ্ট হয়।
আজিবুলনেছা আরো বলেন, তাড়াতাড়ি কইরা আমারে দেশে নেয়ার ব্যবস্থা কর গো আব্বা। শাহ আলম ভাই, হৃদয় ভাই হেরা আমারে ইখানো (ওমান) পাঠাইছে। তারারে কও আমারে দেশে নেয়ার ব্যবস্থা করতো।
পরক্ষণে মেয়েকে দেশে ফেরত আনতে আব্দুল মতিন শাহ আলমদের সাথে যোগাযোগ করে সমাধান পাননি। শেষ পর্যন্ত উপায়ন্তু না পেয়ে গত সোমবারে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে উপজেলার টেকেরঘাটের শুকুর আলীর পুত্র শাহ আলম, কৈয়াউড়ি গ্রামের হোসন আলীর ছেলে হায়দার আলী, করিম হোসেনের পুত্র সাইফুল ইসলাম হৃদয় সহ চার জন ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেটি তদন্তের জন্য হবিগঞ্জ পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, ২০ জুলাই ২০২২ তারিখে ভালো চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে আজিবুলনেছাকে ওমানে পাঠায় অভিযুক্তরা। মেয়েকে দেশে ফেরাতে তাদের কাছে মিনতি করেন আব্দুল মতিন। কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দেয়, আজিবুলনেছাকে দেশে আনতে ২ লাখ টাকা তাদের দিতে হবে। তিনি নিরুপায় হয়ে এক লাখ দেন। বাকি টাকা না দিতে পারায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে না আজিবুলনেছাকে।
আজিবুলনেছাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত না। আজিবুলনেছার পরিবারের কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করবো।
]]>
https://jonomoth.com/archives/11602/feed 0 11602
জমকালো আয়োজনে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন https://jonomoth.com/archives/11536 https://jonomoth.com/archives/11536#respond Fri, 30 Dec 2022 18:07:28 +0000 http://jonomoth.com/?p=11536

চুনারুঘাট প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যালি শেষে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল কালাম আজাদ দরবেশ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।

চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম, ডিসিপি হাই স্কুলের শিক্ষক লিটন আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল কদ্দুছ তালুকদার, সহ সভাপতি ইমরান আহমেদ জয়।

বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুক, সহ সভাপতি আবু তাহের তালুকদার, কামাল উদ্দিন, মীর সফর আলী, স্বপন সাঁই, সদস্য হালিমুর রশিদ কাজল, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মীর মাহমুদুল হাসান সৌরভ, প্রচার সম্পাদক রমজান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আকছির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মীর রাজন। এছাড়াও সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় ও সাধারণ সম্পাদক মীর মকছুদ আলী জানান, তিন বছর ধরে এ সংগঠন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তারা।

]]>
https://jonomoth.com/archives/11536/feed 0 11536
চুনারুঘাটে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার https://jonomoth.com/archives/11525 https://jonomoth.com/archives/11525#respond Wed, 28 Dec 2022 12:01:31 +0000 http://jonomoth.com/?p=11525

রায়হান আহেমদ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন চুনারুঘাট থানা-পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকেলে উপজেলার পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তাদের নিজ পুকুর পাড়ে খেলার সময় পাড়ের মাটি ধ্বসে পড়ে। ধ্বসে পড়া মাটি থেকে সে গ্রেনেডটি পায়। পরে লোহার খেলনা ভেবে গ্রেনেডটি নিয়ে রাত পর্যন্ত খেলা করে সে। পরিবার ও আশ-পাশের লোকজন গ্রেনেড চিনতে পেরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই অজিত তালুকদার, মোশাহিদ উজ্জ্বল, এএসআই কামরুল ইসলাম সহ একদল পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, গ্রেনেড নিয়ে ওই কিশোরের খেলা করা সত্যিই মারাত্মক ঝুঁকি ছিল। গ্রেনেডটি হয়তো মুক্তিযুদ্ধের সময়কার।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ বলেন, গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে থেকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বহু বছর আগের। আমারা গ্রেনেডটি সতর্কতার সাথে উদ্ধার করেছি। পরে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় থানা প্রাঙ্গনে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এটি নিষ্কিয় করেন।
]]>
https://jonomoth.com/archives/11525/feed 0 11525
শিক্ষা, খেলাধুলা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করতে চাই- চেয়ারম্যান কাদির লস্কর https://jonomoth.com/archives/11512 https://jonomoth.com/archives/11512#respond Mon, 19 Dec 2022 17:21:54 +0000 http://jonomoth.com/?p=11512

একান্ত সাক্ষাৎকারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। চুনারুঘাট তথা হবিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ তিনি। উনার সাক্ষাতকার নিয়েছে, হবিগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক প্রভাকর

প্রভাকর : কেমন আছেন?
চেয়ারম্যান কাদির লস্কর : আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রভাকর : রাজনীতিতে আসার পূর্বে আপনি কি করতেন?
চেয়ারম্যান কাদির লস্কর : লেখাপড়ায় ছিলাম। ছাত্র রাজনীতি করেছি। ১৯৭৮-৮৯ সালে রাজনীতিতে আসার পর আওয়ামী লীগের রাজনীতি ও ব্যবসা শুরু করি।
প্রভাকর : রাজনীতিতে আপনি কেন আসলেন? কার অনুপ্রেরণায়?
চেয়ারম্যান কাদির লস্কর : আমি রাজনীতিতে এসেছি মূলত দেশ ও জনগণের সেবা করার জন্য। আমার বাবা পরোপকারী লোক ছিলেন। উনার আদর্শকে লালন করে আমি সর্বদাই মানুষের উপকার করতে চাইতাম। একসময় চিন্তা করলাম, ব্যাপকভাবে গণমানুষের উপকার করা যায় রাজনীতির মাধ্যমে। তাই রাজনীতিতে এসেছি। আর তৎকালীন এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ সাহেবের অনুপ্রেরণায় আমি রাজনীতিতে এসেছি।
প্রভাকর : আপনার বর্ণাঢ্য রাজনীতি জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলুন।
চেয়ারম্যান কাদির লস্কর : ছাত্র রাজনীতি দিয়ে শুরু আমার রাজনৈতিক জীবন। প্রথমে আমি চুনারুঘাট থানা ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন করি। পরে থানা যুবলীগের সভাপতি হই। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ ২৫ বছর। চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি কয়েকবার। চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি দু’বার। বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
প্রভাকর : উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজেকে কি সফল মনে করেন?
চেয়ারম্যান কাদির লস্কর : সফলতা ও ব্যর্থতা বিচার করবে আমার জনগণ। সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। তাহলেই নিজেকে সফল মনে হয়।
প্রভাকর : আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর উপজেলায় কী কী উন্নয়ন করেছেন?
চেয়ারম্যান কাদির লস্কর : উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার, ‘গ্রাম হবে শহর’। উনার প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমি মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি মহোদয়ের সহযোগিতায় চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন করায় ব্রতী হয়েছি। বিশেষ করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বেশি করে অনুদান দিয়েছি। কারণ- আমি বিশ্বাস করি, উপজেলার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে চুনারুঘাট উপজেলা আলোকিত হবে। সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলার মসজিদ-মন্দিরে অনুদান দিয়েছি, গুরুত্বপূর্ণ রাস্তা, বীজ-কালভার্ট করেছি, রাস্তায় রাস্তায় সৌর বাতি দিয়েছি, পানি সংকট নিরসনে টিউবওয়েল দিয়েছি, সৌর বিদ্যুত দিয়েছি, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছি,  বয়স্ক ভাতা পেয়েছে উপজেলার বহু দরিদ্র মানুষ, শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান দিয়েছি। এছাড়াও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সর্বদা নিয়োজিত রয়েছি।
প্রভাকর : একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন? যদি পেরে থাকেন, তাহলে কিভাবে?
চেয়ারম্যান কাদির লস্কর : প্রত্যাশা পূরণ করতে পেরেছি কি না, তা আমার চেয়ে প্রাণপ্রিয় উপজেলাবাসী ভালো বলতে পারবেন। তবে জনগণের প্রত্যাশা পূরণ করতে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
প্রভাকর : চুনারুঘাট উপজেলায় আর কী কী উন্নয়ন করার পরিকল্পনা আছে আপনার?
চেয়ারম্যান কাদির লস্কর : বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। আমি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি মহোদয়ের সহযোগিতায় চুনারুঘাটে একটা মিনি স্টেডিয়াম করতে চাই। খেলাধুলা আমি পছন্দ করি। নিজেও ফুটবলার ছিলাম। বিভাগীয় পর্যায়েও খেলেছি। দেহ, মনকে সতেজ রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে চুনারুঘাট উপজেলাকে আরো এগিয়ে নিতে চাই। শিক্ষা ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন করবো ইনশাআল্লাহ। যুব উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র করবো, খোয়াই নদীর উপর স্টিল ব্রিজকে প্রশস্থ করে পূর্ণাঙ্গ ব্রিজে রূপান্তর করার জন্য চেষ্টা করছি, মরা খোয়াই নদীতে একটি পার্ক করে দেয়ার কথা আমরা বলেছি প্রতিমন্ত্রী মাহবুব আলী মহোদয়কে, নালমুখ ও সাঝ্যার গোদারাতে ব্রিজ করা পরিকল্পনা রয়েছে। চুনারুঘাট-সাটিয়াজুরি রাস্তা হয়েছে। চুনারুঘাট-কালেঙ্গা, চুনারুঘাট-রেমার রাস্তা শিঘ্রই হবে। স্থলবন্দরের কাজ চলছে, শেষ হলে বহু কর্মসংস্থান হবে। চুনারুঘাট উপজেলা আরো এগিয়ে যাবে। পরিশেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মহোদয়ের আন্তরিকতায় চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন করতে চাই।
প্রভাকর : জনগণই সকল ক্ষমতার উৎস। একথা কি বিশ্বাস করেন?
চেয়ারম্যান কাদির লস্কর : একথা চিরন্তন বাস্তব। জনগণের ক্ষমতা স্থায়ী। আমি এ কথা মনেপ্রাণে বিশ্বাস করি।
প্রভাকর : চুনারুঘাট উপজেলাবাসীর প্রাণের দাবী, পর্যটন কেন্দ্র। পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র সাথে কথা বলে কি এ বিষয়ে উদ্যোগ নেয়ার চিন্তা আছে?
চেয়ারম্যান কাদির লস্কর : মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহববুব আলী মহোদয়ের সাথে কথা হয়েছে। পর্যটন কেন্দ্র হবে ইনশাআল্লাহ।
প্রভাকর : আগামী উপজেলা পরিষদের নির্বাচন করার কি ইচ্ছা আছে আপনার?
চেয়ারম্যান কাদির লস্কর : গত নির্বাচনের আগ মুহূর্তে ২৭ দিন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরও জনগণ আমার প্রতি আস্থা রেখেছেন ও আমায় বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সবকিছু ঠিক থাকলে, আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে এবং জননেত্রী শেখ হাসিনা আমায় আওয়ামী লীগের মনোনয়ন দিলে ইনশাআল্লাহ আগামী উপজেলা নির্বাচন করবো।
প্রভাকর : আপনার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্পর্কে বলুন।
চেয়ারম্যান কাদির লস্কর : আমি ব্যক্তিগত জীবনে সুখে-শান্তিতে আছি। আমার দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে জিল্লুল কাদির লস্কর রিমন একজন ব্যবসায়ী এবং হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। ছোট ছেলে রিয়াজুল কাদির লস্কর মিঠু যুক্তরাষ্ট্রের ম্যানহাটন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতা। তিন মেয়ের স্বামীদের মধ্যে- একজন ব্যাংক কর্মকর্তা, একজন গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং একজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। ছোট মেয়ে মাহমুদা জাহান এনি লস্কর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
প্রভাকর : আমরা প্রত্যাশা করি, চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন ও সর্বদা জনগণের কল্যাণ করবেন। ভালো ও সুস্থ থাকুন।
চেয়ারম্যান কাদির লস্কর : আপনিও সবসময় ভালো থাকবেন। দৈনিক প্রভাকর পরিবারের জন্য শুভকামনা ও ভালোবাসা নিরন্তর।
]]>
https://jonomoth.com/archives/11512/feed 0 11512
মা’র পর বাবাও চলে গেলেন সড়ক দুর্ঘটনায় : এতিম দুই শিশু https://jonomoth.com/archives/11502 https://jonomoth.com/archives/11502#respond Sat, 17 Dec 2022 10:30:06 +0000 http://jonomoth.com/?p=11502

রায়হান আহমেদ : হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার ভোরে বানিয়াচং উপজেলার তারাসই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক সাহেদুল ইসলাম (২৮) জেলার চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ওসি তদন্ত মোঃ আবু হানিফ জানান, হাওর থেকে ট্রাক্টরে করে ধান নিয়ে একটি নালা পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। চালক সাহেদুল ইসলাম চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় সোহেল নামে একজন হেলপার আহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বছর-দুয়েক আগে নিহত সাহেদুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার ৪ বছরের মেয়ে সন্তান ও ৫ মাসের ছেলে সন্তান ফাহিমকে রেখে আত্মহত্যা করেন। মায়ের পর দুর্ঘটনায় পিতাকেও হারালো অবুঝ দুই শিশু। বাবা-মায়ের ভালোবাসা ছাড়া তাদের লালন-পালন ও ভবিষ্যত নিয়ে শঙ্কায় রয়েছেনে পরিবারের সদস্যরা।

]]>
https://jonomoth.com/archives/11502/feed 0 11502
জনগণই আওয়ামীলীগের ক্ষমতার উৎস : চুনারুঘাটে বিমান প্রতিমন্ত্রী https://jonomoth.com/archives/11468 https://jonomoth.com/archives/11468#respond Sun, 04 Dec 2022 12:31:35 +0000 http://jonomoth.com/?p=11468

রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দু’টি ব্রিজ উদ্বোধনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আওয়ামীলীগ সরকার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার, উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার মেগা মেগা প্রজেক্ট বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। এসব প্রকল্পের কাজ শেষ হলেই দেশের চেহারা বদলে যাবে। উন্নয়নের ধারাবাহিকতায় গ্রাম আজ শহরে রূপান্তরিত হচ্ছে। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কারিশিরী সুতাং নদীর উপর ও নালমুখ বাজার সংলগ্ন নালায় ৪কোটি ৩২লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ দু’টি উদ্বোধন করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল, ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।

]]>
https://jonomoth.com/archives/11468/feed 0 11468
বিএনপি’র সমাবেশে আগতদের অবস্থা দেখেই ব্যবস্থা নেবে পুলিশ- শায়েস্তাগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী https://jonomoth.com/archives/11462 https://jonomoth.com/archives/11462#respond Sat, 03 Dec 2022 11:36:50 +0000 http://jonomoth.com/?p=11462

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা ভবন উদ্বোধনে স্বরাষ্ট্র মন্ত্রী, ‌‌‍‍আওয়ামীলীগ

বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসার চিন্তা করে না-

রায়হান আহমেদ : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ডিসেম্বর বিএনপির সমাবেশে আগতদের অবস্থা দেখেই ব্যবস্থা নেবে পুলিশ। বিএনপি নাকি লক্ষ লক্ষ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দিবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করবেন। অন্যান্য রাজনৈতিক দল বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসতে চান। সেজন্যই তারা নানা ধরনের ফন্দি-ফিকির, নানা ধরনের ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামীলীগ কখনোই চিন্তা করে না।

আওয়ামীলীগ সবসময়ই জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল ডাল রাখার ইঙ্গিতও সেকমরই। আমরা এটা ভালো করে দেখছি। তিনি বলেন, ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে ১০ডিসেম্বর বিএনপি’র সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবেন তারা।

বিএনপির মুখপাত্র বলেছেন, তারা নাকি সেদিন সরকার পতনের ডাক দিবেন। নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয়, পুলিশ কমিশনার তাই করবেন। শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল প্রমুখ। ২০০১ সালে শায়েস্তাগঞ্জ থানা প্রতিষ্ঠিত হলেও নিজস্ব কোনো ভবন ছিল না। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত’ পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় দেড় একর জমিতে সোয়া ৮কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।

]]>
https://jonomoth.com/archives/11462/feed 0 11462
চুনারুঘাটে ২৬ দিন পর আসলো সৌদি প্রবাসী সোহাগের মরদেহ : দাফন সম্পন্ন https://jonomoth.com/archives/11453 https://jonomoth.com/archives/11453#respond Fri, 02 Dec 2022 09:36:46 +0000 http://jonomoth.com/?p=11453

রায়হান আহমেদ : বিভিন্ন জটিলতা মিটিয়ে ২৬দিন পর দেশে পাঠানো হল সৌদিআরবের দুমাত আল জান্দাল শহরে দুর্ঘটনায় নিহত হওয়া প্রবাসী সোহাগের মরদেহ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে মরদেহ বুঝে নেন নিহতের পরিবারের সদস্যরা। পরে শুক্রবার জুমার নামাজের পর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। নিহত সোহাগ তালুকদার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিংপাড়া গ্রামের নুরাজ মিয়া তালুকদারের ছেলে।

সোহাগের পরিবারের সদস্যরা জানান, ৫বছর পূর্বে পরিবারের হাল ধরতে সৌদিআরবে পাড়ি জমায় সে। গত ৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। টাকা জমা দিতে বিলম্ব হওয়া ও বিভিন্ন জটিলতায় এতোদিন সোহাগের মরদেহ দেশে আনা যায়নি। সবশেষে সৌদিআরবে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সহযোগীতায় মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

]]>
https://jonomoth.com/archives/11453/feed 0 11453
চুনারুঘাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত https://jonomoth.com/archives/11430 https://jonomoth.com/archives/11430#respond Wed, 09 Nov 2022 10:04:18 +0000 http://jonomoth.com/?p=11430

রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১দিন ব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি পোশার মানুষ অংশ গ্রহন করেছেন।

মেলা পরিদর্শন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, সমাজসেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুক হক, টিএইচও মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, পিআইও প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকের, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, কৃষি অফিসার মাহিদুল ইসলাম, সহ আরো অনেকে। প্রায় সব দিক দিয়ে বাংলাদেশ এখন ডিজিটাল। এ ডিজিটাল কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে উক্ত মেলা অগ্রনী ভূমিকা পালন করেছে।

মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কাদির লস্কর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় বর্তমানে এ দেশ ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে উঠেছে। আগে বিভিন্ন ভাতার জন্য সারাদিন ব্যাংকে লাইন ধরতে হতো, আর এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতার টাকা ঘরে পৌঁছে যায়। বিদ্যুতের বিল ঘরে বসে দেয়া যায়। সব সেক্টরে অনলাইন সেবা চালু করায় ঘরে বসে সংশ্লিষ্ট সব ধরণের কাজ করা যায়। ডিজিলাইজেশনের কারণে দৈনন্দিন ভোগান্তি কমেছে, বেড়েছে কাজের গতি। সবশেষে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি।

]]>
https://jonomoth.com/archives/11430/feed 0 11430