চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে “শ্রীকুটা ফ্রিজকাপ ক্রিকেট টুর্ণামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাবেক ক্রিকেট খেলোয়াড় ‘মরহুম সফিক মিয়া’র স্বরণে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামে “শ্রীকুটা ফ্রিজকাপ ক্রিকেট টুর্ণামেন্ট” এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে- শ্রীকুটা রায়হান রাইডার্স ও রানারআপ হয়েছে- চুনারুঘাট আনোয়ার একাদশ।
এতে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের। সভাপতিত্ব করেন- চুনারুঘাটের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও ক্রিড়া ব্যক্তিত্ব এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট মুরুব্বি আফরোজ আহমেদ, শাহ্ মোঃ রফিক উদ্দিন কদ্দুছ, আব্দুর রশীদ, বাচ্চু মিয়া, ইমান আলী, শামীম রানা সহ আরো অনেকে।
প্রসঙ্গত, উক্ত টুর্ণামেন্টে ৩২টি দল অংশ গ্রহন করেছিল। দীর্ঘ একমাস ধরে টুর্ণামেন্টটির খেলা অনুষ্ঠিত হয়েছে।