মোঃ মিজানুর রহমন, চুনারুঘাট : হবিগন্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি দানবীয় মোঃ মোল্লা আলাউদ্দিনের ব্যক্তিগত আর্থিক অর্থায়নে প্রায়৩০০ তিনশত) পিচ শাড়ী, লুঙ্গ, শার্ট, পেন্ট বিতরন করা হয়েছে।
৯ মে রবিবার মোল্লা আলাউদ্দিন মুছিকান্দি নিজ গ্রামের বাড়ী বস্ত্র সামগ্রী বিতরন করেন। এলাকার গরীব অসহায় ও কেটে খাওয়া মানুষের মধ্যে ঈদকে সামনে রেখে এই মহৎ উদ্যোগ নেয়াকে অনেকেই মোল্লা আলাউদ্দিন কে মোবারকবাদ জানিয়েছেন। বিতরনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরা শী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেম্বার মোঃ মানিক মিয়া,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য মোল্লা আলাউদ্দিন ইতিপূর্বে আরো অনেক ব্যক্তিগত ত্রান সামগ্রী বিতরণ করে এলাকার মানুষের কাছে তার সুপরিচিতি রয়েছে বলে জানা যায়।