1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটের আঃ নুর সাদ্দাম হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী আজ

আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের সমাজ সেবক বিদ্যুৎসায়ী ও দানবীর মরহুম আব্দুন নূর সাদ্দাম হোসেনের নবম মৃত্যুবার্ষিকী আজ।

০৯/১০/২০০৮ সালের এই দিনে ইহলোক ত্যাগ করা আঃ নুর সাদ্দাম হোসেন জীবদ্দশায় নিজ এলাকায় সাদ্দাম বাজার, সাদ্দাম বাজার জামে মসজিদ, আঃ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দান সহ নির্মান ও স্থাপনার অর্থ দান করেন এবং সাদ্দাম বাজার ঈদগাহ ময়দান নির্মাণে প্রধান উদ্যোগক্তা হিসাবে বিশেষ ভূমিকা রাখেন।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তাঁর পুত্র কবি হুমাউন কবির।

     এই ক্যাটাগরীর আরো খবর