চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার চান্দপুর বাসস্ট্যান্ড নামক স্থানে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ স্বপন মুন্ডা (২৪) ও বিশ্বজিৎ মুন্ডা (২৬) নামের ২ জনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত গাঁজার বাজার মুল্য আনুমানিক প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মে ভোর সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে
অফিসার ইনচার্জ মোঃ আল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ওই স্থানে অভিযান চালান এস আই শেখ আলী আজহার চঞ্চল, এসআই মাহমুদুল হাসান ও এএসআই শামীম রেজার নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ।
এ সময় ঢাকা-সিলেট প্রাক্তন মহাসড়কের একটি ব্রিজের উপর ৫ জনকে গাঁজার বস্তা সহ দেখতে পান তারা। পুলিশের আঁচ পেয়ে তিন জন পালিয়ে গেলে মালামাল সহ ২ জনকে আটক করেন । আটককৃতরা নিজেদের বহনকারী বলে পরিচয় দেয়।
এবং পালিয়ে যাওয়া অপর তিন জনের নাম ঠিকানা জানায়। তারা লেনদেনের অপেক্ষা করছিল।
আটককৃত স্বপন মুন্ডা উপজেলার চান্দপুর চা বাগানের সুনীল মুন্ডার পুত্র ও বিশ্বজিৎ মুন্ডা একই এলাকার মঙ্গল মুন্ডার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, ওসি মো আল আমিন।