1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

কথা রেখেছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী : চুনারুঘাটে উদয়ন উচ্চ বিদ্যালয় ভবণের নির্মাণ কাজের উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি : কথা রেখেছেন, (হবিগঞ্জ-৪) চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।

(৩জুন) বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে অবস্থিত উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজ ভার্চুয়ালে উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী কথা দিয়েছিলেন বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হলেও বহুতল ভবন দেয়ার ব্যবস্থা করবেন তিনি। কথামত বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা মাধ্যমিক স্কুল বিভাগের ইঞ্জিনিয়ার সজল মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ কৈরী ,অবঃ প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ, ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ,নচুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরিদ মিয়া ও চন্দ্র তাতী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন তাতী, চা বাগান লস্করপুর ভ্যালী সেক্রেটারী অনিরুদ্ধ বাড়াইক, আমু চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ধনেশ্বর ভুনার্জি, সেক্রেটারী মহেশ্বর উড়াং, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অমর মহালী, সুবাস তন্তবায়, শেফালী কৈরী, বিদ্যালয়ের শিক্ষক নিতু সিংহা, বীরেন্দ্র মুন্ডা, সুরেজিৎ মুন্ডা, কিশোর মুন্ডা, সঞ্জিত রবিদাস, মুকেশ তাতী, শামীমা আক্তার, জেসমিন আক্তার ও প্রবাসী আব্দুল ওয়াহেদ প্রমুখ।

উপস্থিত সকলেই কথা রাখায় প্রতিমন্ত্রী মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর