1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

হবিগঞ্জে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শহরের যশেরআব্দা থেকে কুখ্যাত জুয়াড়ি কবিরসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টায় ডিবির এসআই ইকবাল বাহার, আব্দুল করিম ও মুসলিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছ ৩২ শত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, সদর উপজেলার যশেরআব্দা গ্রামের আলফু মিয়ার ছেলে কবির আহমেদ (৪২), সদর উপজেলার কশিপুর গ্রামের মৃত আতিক উল্লাহর পুত্র আব্দুল করিম (৩২), বানিয়াচং উপজেলার সাদাপুর গ্রামের ছালামত মিয়া পুত্র মোঃ আয়াত আলী (৩০), সদর উপজেলার চানপুর গ্রামের মৃত মালন মিয়ার পুত্র মোঃ মর্তুজ আলী (৩৮), বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের রফিক আলীর পুত্র কিতাব আলী (৩৫), সিলেট ওসমানী নগর থানার কাদিরপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র ছুরুক মিয়া (৪২)।

পুলিশ জানায়, উল্লেখিত সময়ে তাদেরকে জুয়া খেলার সময় আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর