স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গেলানি চা-বাগান এলাকা থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
শুক্রবার বিকেলে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে- তাকে কেউ হত্যা করে লাশ ফেলে রেখেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার দেউন্দি চা বাগানের ফাড়ি চা বাগান গেলানিয়া চা বাগানের কাছে একটি টিলার উপর দুপুরে শ্রমিকরা এক কিশোরের লাশ দেখতে পায়।
পরে চুনারুঘাট থানায় থবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত কিশোরের পরনে কালো ও হলুদ রংয়ের টি শার্ট রয়েছে। তার গলায় মোটা সুতার রশি পেছানো ছিল। ধারনা করা হচ্ছে তার গলায় রশি পেছিয়ে তাকে হত্যা করে তার লাশ এখানে ফেলে রেখেছে