নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জোর নবীগঞ্জে মালবাহি ট্রাক্টর উল্টে ৪ জন আহত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বিকালে নবীগঞ্জ সদর ইউনিয়নে বানিয়াচং রোডের গুজাখাইর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায, বানিয়াচং থেকে আসা নবীগঞ্জ গামী একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রন হাড়িয়ে গুজাখার রাস্তার পার্শবর্তী একটি খাদে পরে যায় এতে ট্রাক্টারে থাকা চালকসহ ৪জন আহত হয়।
আহতরা হলেন উপজেলার মান্দারকান্দি গ্রামের আঃ রউফ মিয়ার ছেলে এমরান মিয়া (২৮), কদুপুর গ্রামের নানু মিয়ার পুত্র রিপন মিয়া (২৬), একই গ্রামের আঃ গফুর মিয়ার পুত্র জাহির উদ্দিন (২৪), বদরদী গ্রামের আঃ হাকিম মিয়ার পুত্র রাফী মিয়া (১৪)।
তাৎক্ষনিক স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাফী মিয়া (১৪) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতেল প্রেরন করেন। বাকীদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।