চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের দিনমজুর আমীন আলীর বাড়িতে হামলা করে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আহাদ ও তার দলবল।
এসময় হামলাকারীদের দায়ের কোপে আমীন আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৩২), তার ছেলে স্কুল ছাত্র রাকিব আলী সুমন (১৭) ও আমীন আলী (৩৬) গুরুতর আহত হয়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার মোঃ কামাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।