রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে পথচারী ও হতদরিদ্রদের মধ্যে বিনামূল্য সবজি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ। থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল সহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
দুই শত পথচারী ও হতদরিদ্র পরিবারে মাঝে এসব সবজি বিতরণ করা হয়।