রায়হান আহমেদ : সাবেক বিচারপতি মরহুম আব্দুল হাই’র সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীবের উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা হয়েছে।
রোববার দুপুরে চুনারুঘাট মধ্য বাজারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করেন তিনি।
বঙ্গবন্ধু সম্পর্কে প্রথমে আলোচনা সভা ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি ছিলেন- জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলন মর্তুজ আলী সরদার, নুরুল ইসলাম কবির, রায়হান শামীম, বাংলাদেশ চা শ্রমিক লস্করপুর ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রবীন্দ্র গৌড়, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তাহমিনা কাজী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য আতাউর রহমান, পৌর তাঁতী লীগের সভাপতি বাবু মিহির পাল, সাধারণ সম্পাদক এস.কে মালেক, উপজেলা যুবলীগের সদস্য জোনাক মিয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ১২০০ শতাধিক মানুষের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
এদিকে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, চুনারুঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চুনারুঘাট পৌরসভা, চুনারুঘাট পুলিশ প্রশাসন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এ উপলক্ষে দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে।