স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের কালাপুর গ্রামে জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেড়ে সাফিয়া খাতুন (৩৫) নামে এক মহিলা পিটিয়ে আহত করে মাটি চাপা দিয়েছে প্রতিরপক্ষের লোকজন। গুরতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের কালাপুর গ্রামে রোববার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।
জানা যায় , ওই গ্রামের সামছুল হকের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জমির সিমসিমানা নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী নুরুল হকের।
এ বিষয় নিয়ে পক্ষদয়ের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। বিষয়টি গ্রামের সালিশ বৈঠক হলেও নুরুল হক মুরুব্বিদের সিদ্ধান্ত মেনে নেয়নি।
এরই জেরে নুরুল হক, তার স্ত্রী পারুল আক্তারসহ কযেকজন সাফিয়া খাতুনকে পিটিয়ে মাঠিতে মাঠিতে পুতে দেয়।
স্থানীয় লোকজন মহিলাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিটুন রায় জানান, আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফকে বারবার কল দিলেও পাওয়া যায়নি।