1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটের ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী চুড়ান্ত

‘যোগ্য প্রার্থীদেরই ভোট দেব’- সাধারণ জনগণ

গত নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীদের মধ্যে দু’টি ইউনিয়নে পরিবর্তন

রায়হান আহমেদ : পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- ১নং গাজীপুর ইউপিতে হুমায়ূন কবির খান, ২নং আহম্মদাবাদ ইউপিতে আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৩নং দেওরগাছ ইউপিতে শামছুন্নাহার চৌধুরী, ৪নং পাইকপাড়া ইউপিতে ওয়াহেদ আলী মাস্টার, ৫নং শানখলা ইউপিতে ফজলুল হক তরফদার সবুজ, ৬নং সদর চুনারুঘাট ইউপিতে এডভোকেট শাহ মোঃ কুতুব উদ্দিন, ৭নং উবাহাটা ইউপিতে মোঃ রজব আলী, ৮নং সাটিয়াজুরি ইউপিতে আবদালুর রহমান, ৯নং রাণীগাঁও ইউপিতে মোস্তাফিজুর রহমান রিপন, ১০নং মিরাশি ইউপিতে মানিক সরকার।

চুনারুঘাট উপজেলার গত ইউপি নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীদের মধ্যে দু’টি ইউনিয়ন যথাক্রমে চুনারুঘাট সদর ও মিরাশিতে নৌকা মনোনীত প্রার্থীর পরিবর্তন হয়েছে। বাকি ইউনিয়ন গুলোতে অপরিবর্তিত রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চুনারুঘাটে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরতি নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর। আপিল ১৩-১৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২২ সালের ৫ জানুয়ারি। এদিন চুনারুঘাট ছাড়াও দেশব্যাপী ৭০৭টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ০৫ জানুয়ারি চুনারুঘাটে অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ভোট দিবেন বলে জানিয়েছেন ভোটাররা।

     এই ক্যাটাগরীর আরো খবর