রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার লোকালয়ে মেছো বাঘের গুঞ্জনে শঙ্কায় রয়েছেন লক্ষাধিক মানুষ। চুনারুঘাট উপজেলার ইউনিয়ন নির্বাচনের দিন রাজার বাজারে মেছো বাঘ স্থানীয়দের উপর আক্রমণ করে। ধীরে ধীরে উপজেলার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে মেছো বাঘরা। মেছো মাঘের আক্রমণে গুটিকয়েক মানুষ আহত হয়েছেন। চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন মসজিদে মাইকিং করে সতর্কতামূলক এলার্ন দেয়া হয়েছে। এমনকি স্থানীয় জনতা লাঠি নিয়ে এলাকা পাহাড়াও দিচ্ছেন।
জানা যায়, গত বুধবার (৫ জানুয়ারী, ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় মেছো বাঘের আক্রমনের শিকার হন দুইজন। তারপর থেকে এ বাঘের আক্রমণের কবলে পড়েন ৮-১০ জন।
এ বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা জানান, মেছোবাঘকে উদ্ধারের তৎপরতা চলছে। এটি স্থান পরিবর্তন করেছে। সকলকে সতর্ক থাকতে আহ্বান করেছেন তিনি।