1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

মুড়ারবন্দের মেলা বন্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারী

রায়হান আহমেদ : করোনা সংক্রমণ বাড়ার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক জনসমাগম এড়াতে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দের মেলা বন্ধ করতে সরেজমিন পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ।

আগামী ১৩ জানুয়ারি মুড়ারবন্দের পবিত্র ওরশ মোবারক ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য দোকানপাট বসছে না এবং মেলা হচ্ছে না। দোকানপাট, মেলা ও গানবাজনা বসালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শন করে এমন হুশিয়ারী দিয়েছেন ইউএনও এবং ওসি।

মুড়ারবন্দ দরগাহ শরীফের প্রধান মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতী বলেন, “করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার জনসমাগম এড়াতে ১৩ জানুয়ারী থেকে প্রজ্ঞাপন জারি করেছেন। সে অনুযায়ী প্রশাসনের এমন কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। এখানে দোকানপাট বসবে না ও গানবাজনা হবে না।”

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন, “যদি কেউ সরকারি বিধিনিষেধ না মানে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।”

     এই ক্যাটাগরীর আরো খবর