রায়হান আহমেদ : শীতার্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৬০ব্রিগেডের অধীনস্থ ১৩বেঙ্গল কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার বড়কোটা বাজারে মাধবপুর ও আশপাশের গ্রামের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণ করেন, ক্যাপ্টেন আসিফ ইকবাল।
৩৬০ ব্রিগেডের অধীনস্থ ১৩ ই বেঙ্গল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে শীতকালীন মহড়া রত অবস্থায়, গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন করেন।