রায়হান আহমেদ : চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবারে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কর্তন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় নদী তীরবর্তী স্থান হতে অনুমতিবিহীন ভাবে মাটি কর্তন করায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।
ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা-পুলিশ এর একটি টীম।