রায়হান আহমেদ : চুনারুঘাটে জোয়া খেলার সরঞ্জাম সহ ৩ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ এর নেতৃত্বে এসআই মোতালেব সহ একদল পুলিশ জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম সহ তাদের আটক করেন। চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের দক্ষিণ উলুকান্দি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ০৩ জুয়ারী- মোশাহিদ মিয়া ওরফে মছই, এয়াছিন মিয়া ও বাউল সালাম শেখ।
পরে গত রোববারে জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।