রায়হান আহমেদ : চুনারুঘাটের পানছড়িতে ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
মঙ্গলবার দুপুরে পানছড়ি মৌজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় সঙ্গে ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উবাহাটা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস মিয়া সহ আরো অনেকে।
জানা যায়- পানছড়ি আশ্রায়নে ভূমিহীনদের জন্য ১০০ টি ঘর নির্মাণ করা হচ্ছে। যার ৪০-৪৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি ঘর ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বলে জানা গেছে।