রায়হান আহমেদ : চুনারুঘাটের চন্ডীছড়া চা-বাগানে করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেছেন নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক।
রোববারে তিনি প্রথমে ৫০ শয্যা বিশিষ্ট চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চন্ডীছড়া চা-বাগানে কোভিড-১৯ টিকা কার্যক্রম এবং ইপিআই কার্যক্রম পরিদর্শন করেন।
চন্ডীছড়া চা-বাগানের প্রায় এক হাজার চা-শ্রমিককে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্ট হন।
চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোজাম্মেল হক তালুকদার জানান, চা-শ্রমিকদের শতভাগ করোনা ভ্যাকসিন দিতে আমরা কার্যক্রম পরিচালনা করছি। ভ্যাকসিন ছাড়াও চুনারুঘাটবাসীকে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।