রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরণ গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা যায়- বুধবার বিকালে তার স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ওই নারী সাতছড়িতে এসেছিল। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আছমা বেগমের স্বামীকে আমাদের কাছে হস্তান্তর করার জন্য নাসিরনগর থানা-পুলিশ যোগাযোগ করেছে। আমরা রওনা হয়েছি। আসলে তদন্ত করেই পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তবে ধারণা করা হচ্ছে, আছমা বেগমকে তার স্বামীই খুন করেছে।”