1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা : আটক ৫

রায়হান আহমেদ : চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৫ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় চুনারঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার মুড়ীছড়ায় ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের মরম আলীর ছেলে মোঃ শাকিল মিয়া (২০), মৃত রজব আলীর ছেলে মোঃ কদর আলী (৩৫ ), আঃ মন্নাফের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ ছোবাহানের ছেলে মোঃ স্বপন মিয়া (৩০) ও মৃত আমিন আলীর ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫)।

আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

     এই ক্যাটাগরীর আরো খবর