স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলার প্রধান নিবার্হী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান সৈয়দা রিজওয়ানা হাসানকে “নারী সাহসিকা” পুরস্কার প্রদান করেন।
আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বছর আইডব্লিউওসি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের আরও ১১ জন নারী নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই পুরস্কার পাচ্ছেন।
১৪ মার্চ এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নারীদের সম্মান জানানো হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে উপস্থিত থাকবেন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন পুরস্কারপ্রাপ্ত নারীদের উদ্দেশে বক্তব্য দেবেন।
উনার কৃতিত্বে জনমত নিউজ এর প্রধান পৃষ্ঠপোষক মোঃ তাজুল ইসলাম সহ জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।