1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

সার টাঙ্গাইলে পাচারকালে এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার : কৃষকদের জন্য সরকারি ভর্তুকির ৩২০ বস্তা টিএসপি সারসহ শামিম রেজা (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শামীম রেজা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধুকুয়ারা মল্লিক পাড়া গ্রামের মতিউর রহমান মল্লিকের ছেলে।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় ৩২০ বস্তা টিএসপি সারসহ সার বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় সার পাচারকারী ডিলার মেসার্স ইকবাল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ ইকবাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের সারের ডিলারশীপের সুযোগে দীর্ঘদিন ধরে সরকার হতে ভর্তুকি পাওয়া টিএসপি সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি না করে বেশি মুনাফার লোভে অবৈধভাবে অন্যত্র পাচার করে আসছিলো ডিলার সৈয়দ ইকবাল হোসেন। জব্দকৃত সার টাঙ্গাইলে পাচার করতে চেয়েছিলো সে। ইকবাল হোসেন সদর উপজেলার রাঙেরগাও গ্রামের সৈয়দ আনোয়ার খাঁনের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ৩২০ বস্তা টিএসপি সার সহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিলার সৈয়দ ইকবাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর