রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
রোববার সকালে তিনি পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের জনগণের মাঝে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।
এ কার্যক্রমের আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, অফিসার ইন-চার্জ আলী আশরাফ, রাণীগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।