রায়হান আহমেদ : চুনারুঘাটে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় দই, রসমালাই এসকল পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না তাকায়, মূল্য তালিকা না থাকায় মাতৃমঙ্গল মিষ্টির দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।