প্রতিষ্ঠাতা- সমাজসেবক এম.এ মালেক
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামে সমাজসেবক এম.এ মালেক এর অর্থায়নে নির্মিত আলহাজ্ব আব্দুল হেকিম জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম’আর নামাজের মাধ্যমে এ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এর আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
প্রধান অতিথি ছিলেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক দেওয়ান আহমদ রাজা, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান সোহেল রাজা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সদর ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, শ্রীকুটা বাজার কমিটির সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী লিটন, ডাঃ মুসলিম উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান, ব্যবসায়ি বাবুল মিয়া, ইউপি সদস্য ইমান আলী সহ আরো অনেকে।
জুম’আর নামাজ পড়ান ও দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব মোঃ মোশাররফ হোসাইন।
উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সমাজসেবক এম.এ মালেক বলেন, “বহুদিনের স্বপ্ন ছিল আমার বাবার নামে একটি মসজিদ নির্মাণ করবো। আল্লাহর অশেষ রহমতে আমার মা-বাবার কবরের পাশে এ জামে মসজিদ নির্মাণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ।”