চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও শাহী ঈদগাহ এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাণীগাঁও শাহী ঈদগাহ এর উন্নয়ন কাজ ও পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মুসল্লীগণের উপস্থিতিতে ঈদগাহ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, রাণীগাঁও এর বিশিষ্ট মুরুব্বী আব্দুস সামাদ। সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুস সামাদকে সভাপতি, বিশিষ্ট মুরুব্বী মোঃ সৈয়দ আলীকে সিনিয়র সহ সভাপতি, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোল্লা মোঃ ওয়াহিদকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল হামিদকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।এদিকে ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এ সভার মাধ্যমে। উক্ত কমিটিদ্বয় আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।