রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল ও নবনির্মিত মাদার কর্ণারের প্রকল্প শুভ উদ্বোধন করেন। এদিকে আসন্ন পবিত্র শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৭৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রতি মণ্ডপে উনিশ হাজার সাতশত টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুদান বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও সঞ্চালনা করেন- পিআইও প্লাবন পাল। এতে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ডাক্তার সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক বাবু প্রণয় পাল, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।