রায়হান আহমেদ : হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শনিবার ভোরে বানিয়াচং উপজেলার তারাসই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক সাহেদুল ইসলাম (২৮) জেলার চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি তদন্ত মোঃ আবু হানিফ জানান, হাওর থেকে ট্রাক্টরে করে ধান নিয়ে একটি নালা পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। চালক সাহেদুল ইসলাম চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় সোহেল নামে একজন হেলপার আহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বছর-দুয়েক আগে নিহত সাহেদুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার ৪ বছরের মেয়ে সন্তান ও ৫ মাসের ছেলে সন্তান ফাহিমকে রেখে আত্মহত্যা করেন। মায়ের পর দুর্ঘটনায় পিতাকেও হারালো অবুঝ দুই শিশু। বাবা-মায়ের ভালোবাসা ছাড়া তাদের লালন-পালন ও ভবিষ্যত নিয়ে শঙ্কায় রয়েছেনে পরিবারের সদস্যরা।