চুনারুঘাট প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে র্যালি শেষে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল কালাম আজাদ দরবেশ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।
চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম, ডিসিপি হাই স্কুলের শিক্ষক লিটন আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল কদ্দুছ তালুকদার, সহ সভাপতি ইমরান আহমেদ জয়।
বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুক, সহ সভাপতি আবু তাহের তালুকদার, কামাল উদ্দিন, মীর সফর আলী, স্বপন সাঁই, সদস্য হালিমুর রশিদ কাজল, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মীর মাহমুদুল হাসান সৌরভ, প্রচার সম্পাদক রমজান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আকছির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মীর রাজন। এছাড়াও সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় ও সাধারণ সম্পাদক মীর মকছুদ আলী জানান, তিন বছর ধরে এ সংগঠন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তারা।