রায়হান আহমেদ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা-পুলিশের পৃথক অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা সহ একদল পুলিশ উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেন। জাহাঙ্গীর মিয়া (৩৫) আব্দুল হাসিমের ছেলে।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় এসআই অজিত কুমার তালুকদার সহ একদল পুলিশ অভিযান চালিয়ে সজিব মিয়া (২৫) নামে একজনকে ১০ কেজি গাঁজাসহ আটক করেন। সে উপজেলার পশ্চিম ডুলনার ফজলু মিয়ার ছেলে।
তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজাসহ আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চুনারুঘাট থানা টীম। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলায় দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে এমন সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।