1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

লন্ডনে ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে হার্ট ফাউন্ডেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান আহমেদ : লন্ডনে ডাক্তার কামরুল হাসান তরফদারের সাথে হার্ট ফাউন্ডেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ই মে ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকার হবিগঞ্জস্থ সমিতির সভাপতি, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, পিজির নাক, কান, গলা বিভাগের প্রধান প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে উক্ত বিষয়ে এক মতবিনিময় সভা করেন হবিগঞ্জের যুক্তরাজ্য প্রবাসীগণ।

লন্ডনের স্থানীয় একটি হল রুমে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে, সদস্য সচিব ও হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ এবং বেঙ্গল ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডাইরেক্টর, চুনারুঘাট এসোসিয়েশন ইউ.কে’র সাধারণ সম্পাদক জালাল আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডাক্তার কামরুল হাসান তরফদার।

ছবি :মতবিনিময় সভায় উপিস্থত অতিথিবৃন্দ…

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র সভাপতি এম এ আজিজ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ি নেহার মিয়া চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমির খান, গীতি কবি জাহাঙ্গীর রানা, অধ‍্যাপক আব্দুল হাই, শেখ শামীম আহমেদ, সজল মিয়া, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, এ এম হারুন, মনিরুজ্জামান খিরাজ, মারুফ চৌধুরী, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ব‍্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, এ রহমান অলি, সহিদুর রহমান, কাজী তাজ উদ্দিন আকমাল, শাহ্ মোর্শেদ, লিয়াকত চৌধুরী, আতিকুর রহমান লিটন, সৈয়দ মারুফ আহমেদ, আছাবুর রহমান জীবন, মফিজুর রহমান, বাঁধন চন্দ্র গোপ, ফারুক মিয়া, সৈয়দ করিম, মারুফ হাসান, মোজাহিদ আহমেদ, ফারহান সহ হবিগঞ্জের যুক্তরাজ্য প্রবাসীগণ।

হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ এবং এ বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন। পাশাপাশি সকলের সম্মতিতে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রধান অতিথি ডাক্তার কামরুল হাসান তরফদার জানান, হবিগঞ্জে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যুর সংখ্যা অনেক, এগুলো আপনাদের সহযোগিতায় কমিয়ে আনতে চাই। তিনি বলেন, “হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলে সকলেই উপকৃত হবেন। বিশেষ করে অসহায় ও প্রান্তিক মানুষজন হার্টের চিকিৎসা সেবা পাবে।”

পরিশেষে ডাক্তার কামরুল হাসান তরফদারের পাশে উপস্থিত সকলে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর