প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিবেদিত একজন তৃণমূল কর্মী হলেন, মোহাম্মদ ইসলাম উদ্দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি ২০০৮ সাল থেকে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।
জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক যাত্রায় ইসলাম উদ্দিন কখনো পদে আসতে পারেননি, কিন্তু হালও ছাড়েননি। বহু কষ্টের মাঝেও তিনি বিএনপি’র প্রতি অবিচল থেকেছেন। অনেকে বলেন, সরকারি চাকরির সুযোগ না পাওয়াতেও তিনি হতাশ হননি; কারণ তার বিশ্বাস রাজনীতি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যেভাবে আন্দোলন-সংগ্রাম থেকে উঠে এসেছেন, ইসলাম উদ্দিনও মনে করেন তিনিও একদিন তার ত্যাগ ও পরিশ্রমের যথাযথ প্রতিদান পাবেন।
চুনারুঘাট উপজেলা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে তার নেতৃত্বে স্লোগান ধ্বনিত হয়। তাই স্থানীয়রা তাকে ডাকেন “স্লোগান মাস্টার” নামে। তার এই ত্যাগ ও নিষ্ঠা আজ জনমনে প্রত্যাশা তৈরি করেছে। বিএনপি পরিবারের একাধিক নেতাকর্মী চান, ইসলামের মতো কর্মীর মূল্যায়ন হোক এবং এমন নিবেদিত তৃণমূলরাই হোক আগামী দিনের জনগণের ভরসা।