নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে ১৭০ লিটার চোলাই মদসহ রহমত আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে রহমত আলীকে তার বসত ঘর থেকে আটক করা হয়।
এ সময় তার ঘর থেকে ১৭০ লিটার চোলাই মদও উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।