বাহুবল প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মডেল থানার গেইট থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
বাহুবল মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহব্বায়ক মো: আসকার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: সুহেল আহমদ কুটির সঞ্চালনায় শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চেধুরী, হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাসেলুর রহমান, মডেল থানার ওসি মো: মাসুক আলী।
ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে বাহুবল উপজেলা সভাকক্ষে আলোচনা সভা শুরু হয় ।