নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে হুমায়ূন মিয়া নামের ৮ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছেন। সে স্থানীয় আইডিয়া হাইস্কুলের ছাত্র।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন মিয়া তেঘরিয়া গ্রামের রমিজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, হুমায়ূন মিয়া সকালে বাড়ীর পার্শ্ববর্তী ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্ষে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ দেবাশীষ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।