মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা ও ৬২ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ অক্টোবর) সকালে ও ভোরে পৃথক অভিযানে এ মাদক উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সকালে মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য উপজেলার সুলতানপুর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
অপরদিকে, সোমবার ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার বেলায়েত হোসেনসহ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুনামিক মূল্য ৫০ হাজার টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় অভিযানে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।