নিজস্ব প্রতিনিধি : গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়াকে হয়রানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানসহ ওই চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলার বিষয়ে তিনি শনিবার নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানা গেছে।
১২ অক্টোবর থেকে মাসজুড়ে ভারতের বিভিন্ন লোকেশনে ‘চালবাজ’ ছবির শুটিং সেরে গত ৩০ অক্টোবর রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান।
ফলে শনিবার একটি কর্পোরেট কোম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
রাজধানীর ঈশা খাঁ হোটেলে দুপুর ১২টায় ওই কর্পোরেট কোম্পানির অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খান ওই মামলার বিষয়েও কথা বলবেন বলে শাকিবের ঘনিষ্ট সূত্রে জানা গেছে। যদিও মামলা যখন করা হয় তখন শাকিব ছিলেন দেশের বাইরে।
এদিকে, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের নাম চূড়ান্ত না হওয়া রাজীব বিশ্বাস পরিচালিত ছবির শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন শাকিব।