স্পোর্টস ডেস্ক: ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে এবারের বিপিএলের। আজ বেলা দুপুর দুইটায় শুরু হবে বিপিএলের পঞ্চম আসরের প্রথম ম্যাচটি।
এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরের এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দুই দলের ভক্ত সমর্থকদের। একদিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, আর অপরদিকে এবারের বিপিএলের নবাগত দল সিলেট সিক্সার্স।
ঢাকার তুলনায় অতটা শক্তিশালী নয় সিলেট। তবে নিজেদের দিনে যে ভালো খেলবে সেই জিতবে এমন বক্তব্য সিলেট অধিনায়ক নাসিরের।
আজকের ম্যাচে কেমন হতে পারে সিলেটের একাদশ:-
সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কনেট, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, রিচার্ড লেভি, শেনওয়ারি।
তবে কেমন হতে পারে আজকের তারকায় ঠাসা ঢাকা ডায়নাইমাটসের একাদশ:
সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, সাকলাইন সজীব, কুমারা সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, আমির, কেভিন কুপার, সুনিল নারিন।