নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বালু উত্তোলন করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সাহাবুদ্দিন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কল্যানপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সাহবুদ্দিন উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের ইজাজুল মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার কল্যানপুর এলাকার একটি মহালে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। সকালে বালু উত্তোলন করতে গিয়ে অসাধানতাবসত শ্রমিক সাহবুদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বাহুবল মডেল থানার এসআই রাসেল মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি ।পরে নিহতের পরিবার এডিএম স্যারের অনুমতি নিয়ে আসলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।