নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলায় খাজিদা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার আলুয়াপাড়া গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত গৃহবধূ উপজেলার আদাঐ ইউনিয়নের আলুয়া পাড়ার অটোরিক্সা চালক মারুফ মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিহতের স্বামী মারুফ মিয়া ঘরের তীরের সাথে খাদিজার লাশ ঝুঁলতে দেখে চিৎকার শুরু করে।
পরে নিহতের শাশুরি মনোয়ারা বেগম মাধবপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।