চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৌরশহরের জলাশয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ৭টায় পৌরশহরের চুনারুঘাট সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের ক্রস রাস্তার জলাশয়ে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, স্কুলের পার্শ্বের বাসার তাজুল ইসলাম লিটনের শিশু জান্নাতুল ইসলাম ফারজান (৩) শনিবার সকালে বাসা থেকে বের হয়ে জলাশয়ের পাড়ের রাস্তায় খেলতে আসে পানিতে পড়ে তার মৃত্যু ঘটে।
উক্ত জলাশয়ের পাড়ের রাস্তায় দেয়াল তৈরীর জন্য একাধিকবার এলাকাবাসী কর্তৃপক্ষকে অবগত করেছেন বলে জানিয়েছেন। কিন্তু কয়েক বছরেরও উক্ত জলাশয়ের পাড়ে কোন দেয়াল তৈরী হয়নি। যার দরুণ শিশুটি পানিতে পরে মৃত্যু বরণ করল।
উক্ত রাস্তায় এলাকার শিশু বাচ্চারা প্রতিদিন স্কুলে আসা যাওযা করে। যদি জলাশয়ের পারে দেয়াল তৈরী না করা হয় তবে আরও দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন।