চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ন মাঠে দু’মাসব্যাপী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পৃষ্টপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে শনিবার বিকেলে ফাইনাল খেলায় রমাপুর একাদশ ট্রাইব্রেকারে মহিমাউড়া একাদশকে ৪-৩ গোলে হারায়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি শফিক মিয়া তরফদার, সেক্রেটারি আবুল কালাম এখলাছ চৌধুরী, ওসি আশরাফ হোসেন, আব্দুস সামাদ মাষ্টার ও জেলা ছাত্রলীগের সেক্রেটরি মুকিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় ছিলেন শাহারাজ মিয়া, শাহিন সরদার, মিজানুর রহমান মিজান। খেলায় উভয় দলে ৮ জন বিদেশী খেলোয়ারসহ সকলেই ঢাকার বিভিন্ন ক্লাবের ছিলেন। উক্ত খেলায় ৮টি দল অংশ নেয় এবং ফাইনাল খেলায় ১০ হাজারেরও বেশি দর্শক উপস্থিথ ছিলেন।