বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের মৌচাক মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অাকাদ্দছ মিয়া বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি কাইয়ূম তালুকদার, সহ সভাপতি এম এ মুসা, যুগ্ন সাধার সম্পাদক ফেরদৌস অাহম্মদ চৌধুরী তুষার, উপজেলা যুবদলের সভাপতি শামসুল অালম, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের অাহব্বায়ক অাব্দুল অাহাদ কাজল সহ কৃষক দল, তাতীদল, শ্রমিকদল, তারেক পরিষদ, মোটর চালক দল সহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ইউনিয়ন ওয়ার্ড কমিটি পুনরায় গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ সময় সভায় অর্ধশতাধিক যুবক যুবদলে যোগদান করেন।