নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে হিরোইন ও নিষিদ্ধ ইয়াবাসহ আমিল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সে মৌলভীবাজার জেলার আতনগীরী গ্রামের মৃত জাফর উল্লাহর পুত্র।
মাদকদ্রব্য জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার রড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে ৩০ পুড়িয়া হিরোইন ও ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়মিত মামলা দিয়ে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।